Advertisement

IPL 2025 KKR: পঞ্জাবের বিরুদ্ধে হেরে চাপে রাহানেরা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে KKR?

পঞ্জাবের বিরুদ্ধে সহজ ম্যাচেও ১৬ রানে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই হারে কেকেআরের প্লে-অফে যাওয়ার হিসেব আরও কঠিন হয়ে গেল। আইপিএল ২০২৫-এর লিগ পর্বে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ফেলল কেকেআর। নাইটদের ঝুলিতে পয়েন্ট আপাতত ৬। ফলে বুঝতেই পারছেন, শাহরুখের দলের প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে। এখান থেকে কী করলে কেকেআর প্লে অফে যেতে পারে? 

কেকেআর দল (ছবি-পিটিআই)কেকেআর দল (ছবি-পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 2:02 PM IST

পঞ্জাবের বিরুদ্ধে সহজ ম্যাচেও ১৬ রানে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই হারে কেকেআরের প্লে-অফে যাওয়ার হিসেব আরও কঠিন হয়ে গেল। আইপিএল ২০২৫-এর লিগ পর্বে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ফেলল কেকেআর। নাইটদের ঝুলিতে পয়েন্ট আপাতত ৬। ফলে বুঝতেই পারছেন, শাহরুখের দলের প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে। এখান থেকে কী করলে কেকেআর প্লে অফে যেতে পারে? 

চেন্নাইতে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারায় কেকেআর। তার পর পঞ্জাব কিংসকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি ছিল নাইটদের সামনে। তবে তা হল না। কেকেআরের সামনে আপাতত ২টি হোম ম্যাচ। ২১ এপ্রিল ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ। ২৬ এপ্রিল ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ। ২৯ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কেকেআর। আর তার পর আবার দুটি হোম ম্যাচ। মে মাসের ৪ তারিখ ইডেনে কেকেআর খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

ইডেনে ৭ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। এর পর ১০ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে নাইটরা। পরিস্থিতি যা তাতে নাইটদের এখন পর পর ম্যাচ জিততে হবে। প্লে-অফে র লড়াইয়ে থাকতে হলে অন্তত ১৬ পয়েন্ট রাখতে হবে ঝুলিতে। তবে পয়েন্টের অঙ্ক পরিস্থিতি ভেদে বদলাতে পারে।

ম্যাচ হারায় বারবার ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্জাব ম্যাচে ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও তাঁকে টেক্কা দিয়েছেন কেকেআর-কে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার। এরই মাঝে বিপাকে পড়লেন KKR-এর দুই তারকা ক্রিকেটার সুনীল নারিন ও আনরিখ নোকিয়া।

ব্যাট বিভ্রাটে নারিনরা
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নারিন। মাঠের বাইরে আম্পায়ার সৈয়দ খালিদ কলকাতার কয়েকজন ব্যাটারের ব্যাট পরীক্ষা করে দেখেন। তখন ‘গজ টেস্ট’-এ ব্যর্থ হয় নারিনের ব্যাট। তাঁর ব্যাটের সবচেয়ে মোটা অংশটি প্রবেশ করেনি গজের মধ্যে দিয়ে। এই ঘটনার পরে আম্পায়ারের সঙ্গে আলোচনা করেন নারিন। তাঁর সতীর্থ অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটও পরীক্ষা করেন আম্পায়াররা। তবে কোনও সমস্যা পাওয়া যায়নি তাঁর ব্যাটে। গজ টেস্টে সফল ভাবে উত্তীর্ণ হন তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement