ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2025-এর শুরুতেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের প্রধান পেসার উমরান মালিক চোটের কারণে এই মরশুম থেকে ছিটকে গেলেন। তাঁর জায়গায় দলে সুযোগ পেলেন বাঁ-হাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়া।
উমরান মালিক গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও, পারফরম্যান্স মোটেই আশানুরূপ ছিল না। তবে KKR-এর মেগা অকশনে 2 কোটি টাকায় দলে যোগ দিয়ে তিনি নিজের পুরোনো রূপে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, "এবার আমি 200% ফিট, কেকেআর-এর হয়ে আমি আমার আগুনের স্পিড দেখাব।" কিন্তু দুর্ভাগ্যবশত, চোট তাঁর স্বপ্ন ভেঙে দিল।
চেতন সাকারিয়া: নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ
চেতন সাকারিয়া গতবছরও KKR-এর স্কোয়াডে ছিলেন, কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দেয়। তবে উমরানের চোট চেতনকে আবারও নাইটদের জার্সি পরার সুযোগ এনে দিল। এবার তিনি 75 লাখ টাকায় দলে যোগ দিলেন।
রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস-এর হয়েও IPL খেলেছেন চেতন। 19টি IPL ম্যাচে 20টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও, ভারতের জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচও খেলেছেন। এবার KKR-এর জার্সিতে নিজের পুরোনো ফর্মে ফিরতে মরিয়া তিনি।
KKR স্কোয়াড 2025:
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, এনরিক নর্টিয়ে, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, ময়ঙ্ক মারকাণ্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লবনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মইন আলি, চেতন সাকারিয়া
উমরানের অনুপস্থিতি KKR-এর বোলিং আক্রমণে বড় ধাক্কা হলেও, চেতন সাকারিয়ার মতো একজন অভিজ্ঞ পেসার সুযোগ পেয়ে গিয়েছেন নিজেকে প্রমাণ করার। এবার দেখার, নাইটদের হয়ে তিনি কেমন পারফর্ম করেন এবং দলের "করবো, লড়বো, জিতবো" মনোভাবকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন!