৩ ম্যাচ পর মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর হার আর ম্যাচ পন্ড হওয়ায় প্লে অফের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল কেকেআর-এর সামনে। তবে গতকালকের জয় অনেকটাই অক্সিজেন দেবে অজিঙ্কা রাহানেদের। তবুও যা পরিস্থিতি তাতে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ এখন ডু অর ডাই নাইটদের সামনে।
কত পয়েন্ট পেলে প্লে অফে যেতে পারে নাইটরা?
দিল্লি ম্যাচের আগে আশঙ্কা ছিল কেকেআর কি আর প্লে অফে উঠতে পারবে? দিল্লির বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে আইপিএলে জয়ে ফিরল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০৪ রান করে নাইটরা। ১৪ রানে ম্যাচ জিতে টিকে থাকল কলকাতার প্লেঅফে ওঠার সম্ভাবনা। সাধারণ ভাবে প্লে অফের ম্যাজিক ফিগার ১৬ পয়েন্ট। সেই অঙ্ক ধরলে কেকেআর শেষ চারটি ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌছতে পারবে। ফলে প্লে অফে পৌছে যাবে নাইটরা।
কাদের বিরুদ্ধে ম্যাচ বাকি কেকেআর-এর?
আর শেষ চারটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারলে ও ৩টি জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। পঞ্জাবের বিরুদ্ধে পাওয়া এক পয়েন্ট কাজে লাগতে পারে নাইটদের। তবে কেকেআরের বাকি চারটি ম্যাচের ৩টি রয়েছে লিগ টেবিলে একেবারে নীচে থাকা সিএসকে, রাজস্থান ও হায়দরাবাদের বিরুদ্ধে। যাদের হারানো খুব একটা সমস্যা হওয়ার নয় কেকেআরের। বাকি একটি ম্যাচ রয়েছে আরসিবির বিরুদ্ধে। যা চ্যালেঞ্জিং হতে পারে। তবে কেকেআরের প্লেঅফের ওঠার সবথেকে সহজ অঙ্ক হল বাকি ৪ ম্যাচে জয়।
বড় রান করে কলকাতা
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন কেকেআরের দুই ওপেনার নারিন এবং গুরবাজ। মোক্ষম সময়ে রিঙ্কু (২৫ বলে ৩৬) এবং অঙ্গকৃষ (৩২ বলে ৪২) আউট হয়ে যাওয়ায় ফের চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। শেষদিকে রাসেল ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে কেকেআরকে দুশোর উপর পৌঁছে দেন। শেষ পর্যন্ত নাইটদের ইনিংস শেষ হয় ২০৪ রানে।
১৪ রানে হার দিল্লির
জবাবে ব্যাট করতে নেমে একটা সময় পর্যন্ত কেকেআরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছিল দিল্লি। শুরুটা ভালো না হলেও ফ্যাফ ডু’প্লেসিসের অনবদ্য ব্যাটিং ১৬ তম ওভার পর্যন্ত ম্যাচে ধরে রাখে দিল্লিকে। ডুপ্লেসিসের সঙ্গে ওপেন করতে এসে ব্যর্থ হন অভিষেক পোড়েল (৪)। করুণ নায়ার (১৫) এবং কেএল রাহুলও (৭) এদিন ব্যর্থ হন। ৩ উইকেটের পতনের পর অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসিসের জুটিতে ভালোরকম চাপে ফেলে দেয় নাইটদের। সেই জুটি ভাঙেন নারিন। এরপর দ্রুত ফিরে যান স্টাবস (১), আশুতোষ (৭) এবং স্টার্ক। শেষদিকে ভিপ্রাজ খানিকটা লড়াই করলেও নাইটদের জয়ের পথে বাধা হতে পারেননি। নাইটরা জিতল ১৪ রানে।