বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট টিমের দুই সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) এবং টি দিলীপের বরখাস্ত করেছে BCCI। আর শনিবারই নতুন চাকরি পেয়ে গেলেন গৌতম গম্ভীরের প্রাক্তন সহকারি অভিষেক নায়ার। টিম ইন্ডিয়া থেকে নায়ারের ছুটি হতেই কেকেআররা ফ্যানরা হইচই শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। সেই দাবি মতোই অভিষেক নায়ারকে কলকাতা নাইট রাইডার্স টিমে ফিরিয়ে আনল ম্যানেজমেন্ট।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক নায়ারকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে মন্তব্যের ঢল নেমেছে। ফ্যানরা এমনকি এও পরামর্শ দিয়েছেন যে অধিনায়ক এবং প্রধান কোচ-সহ দলের অন্যান্য সিনিয়র সদস্যদেরও জবাবদিহি চাওয়া হোক। রিপোর্ট অনুযায়ী, তাঁর ছাঁটাই শুধুমাত্র খারাপ ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে না, বরং ড্রেসিংরুমের তথ্য ফাঁস-সহ অভ্যন্তরীণ সমস্যার কারণেও দেখা হচ্ছে। জানা গেছে, সিতাংশু কোটাককে অতিরিক্ত ব্যাটিং কোচ হিসেবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফে নেওয়ার পরে নায়ারকে সরানোর পরিকল্পনা করা হয়েছিল।
তবে এর মধ্যেই প্রাক্তন কোচকেই ফিরিয়ে আনল কলকাতা।
২০১৮ সাল থেকে কেকেআরে ছিলেন নায়ার। প্রথমে মেন্টর, পরে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। দলের ভারতীয় ক্রিকেটার বাছার প্রধান দায়িত্ব ছিল তাঁর কাঁধে। রিঙ্কু সিং, রমনদীপ সিং-এর মতো ভারতীয় ক্রিকেটারদের কেকেআরে তিনিই নিয়ে এসেছিলেন। তাঁরা এখন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
গত বার গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হন। তাঁর সঙ্গে ভাল জুটি বেঁধেছিলেন নায়ার। দু’জনে মিলে একটি ভাল দল তৈরি করেন। সেই দলের উপর ভরসা দেখান। গত বার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পরে গম্ভীরকে জাতীয় দলের কোচ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় সঙ্গে করে নায়ারকেও নিয়ে যান গম্ভীর। সহকারী কোচ করা হয় তাঁকে।
জাতীয় দলে সহকারী কোচ হিসাবে বিশেষ সাফল্য পাননি নায়ার। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ় চুনকাম ও তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় হারের দায় ছিল ব্যাটারদের। দলের ব্যাটিং কোচ হওয়ায় সেই দায় নিতে হয়েছিল নায়ারকেই। সহকারী কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও নায়ারের উপর আর ভরসা দেখায়নি বোর্ড। অবশেষে বৃহস্পতিবার জানা যায়, নায়ারকে আর জাতীয় দলের সহকারী কোচ রাখা হচ্ছে না। সীতাংশু কোটকই ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন। গম্ভীরের সংসার থেকে বাদ পড়ার দু’দিনের মধ্যে শাহরুখ খানের সংসারে ঢুকে পড়লেন নায়ার। এখন দেখার তিনি ফেরায় কেকেআরের ব্যাটারেরা ফর্মে ফিরতে পারেন কি না।