কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির খবর। চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন আনরিখ নখিয়া। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাউন্স সমৃদ্ধ পিচে তিনি যে কলকাতা নাইট রাইডার্সের (KKR) তুরুপের তাস হতে পারেন, সে ব্যাপারে একমত সমস্ত বিশেষজ্ঞই। মনে করা হচ্ছে, মিচেল স্টার্কের ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার।
চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার তারকা। তবে আইপিএলের (IPL 2025) আগে বিরাট স্বস্তির খবর গোটা কেকেআর শিবিরের কাছেই। কারণ, ইডেন গার্ডেন্সে নাইটদের প্রস্তুতি শিবিরের প্রথম দিনই বোলিং শুরু করে দিলেন নখিয়া। পূর্ণ গতিতেই বল করতে দেখা গেল তাঁকে। নখিয়ার বোলিং দেখে মনে হয়নি যে, কোনও অস্বস্তি রয়েছে কিংবা চোট এখনও ভোগাচ্ছে। বরং টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে দেখে অনেকেরই মনে হয়েছে, নিজের মধ্যে বারুদের স্তুপ সাজাচ্ছেন। যাতে টুর্নামেন্ট শুরু হলেই বিপক্ষ শিবিরকে পেসের গোলাগুলিতে ঝাঁঝরা করে দিতে পারেন।
গত জুন মাসে শেষবার টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলতে নেমেছিলেন এই তারকা পেসার। তারপর তাঁকে কোনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সেটাই কিছুটা চিন্তায় রাখছে কেকেআর-কে। সব উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে মাঠে ফিরেছেন নখিয়া। আর নাইটদের প্রস্তুতি শিবিরের প্রথম দিনই ইডেনে পেসের আগুন ধরিয়েছেন। প্রতিপক্ষ শিবিরে গোলাবর্ষণ শুরু হল বলে।
কেকেআর-এর ম্যাচের সূচি
২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ঘরের মাঠে ম্যাচ। সেই ম্যাচের আগে বুধবার অনুশীলন শুরু করেছে কেকেআর। লিগে ১০টি দল ১৪টি ম্যাচের মধ্যে মোট সাতটি ম্যাচ হবে ইডেনে। ২২ মার্চ খেলা হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে, ৩ এপ্রিল কেকেআর-এর হায়দরাবাদ, ৬ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ লখনউ, ২১ এপ্রিল অজিঙ্কা রাহানের সামনে গুজরাত, ২৬ এপ্রিল ম্যাচ কেকেআর-পঞ্জাব-এর মধ্যে, ৪ মে রাজস্থানের বিরুদ্ধে নামবে কলকাতা, ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কেকেআর। ২৬ মার্চ রাজস্থান খেলবে কেকেআর-এর বিরুদ্ধে, ৩১ মার্চ কলকাতার দলের প্রতিপক্ষ মুম্বই, ১১ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ, ১৫ এপ্রিল পঞ্জাবের পর, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।