Advertisement

IPL 2025 KKR vs CSK: আজ CSK-এর সামনে KKR, কোন অঙ্কে প্লেঅফে যেতে পারেন রাহানেরা?

কেকেআর-এর সামনে টার্গেট অনেকটাই সহজ। তিনটে ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে অঙ্ক সহজ হলেও, রাস্তাটা যে খুব একটা সহজ নয় সেটা ভাল মতই জানে নাইট ব্রিগেড। আর সেই তিন জয়ের প্রথমটি তুলে নেওয়ার লক্ষ্যে বুধবার ইডেন গার্ডেন্সে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে তারা। 

আইপিএল ২০২৪ সিএসকে বনাম কেকেআর (ছবি-পিটিআই)আইপিএল ২০২৪ সিএসকে বনাম কেকেআর (ছবি-পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2025,
  • अपडेटेड 10:02 AM IST

কেকেআর-এর সামনে টার্গেট অনেকটাই সহজ। তিনটে ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে অঙ্ক সহজ হলেও, রাস্তাটা যে খুব একটা সহজ নয় সেটা ভাল মতই জানে নাইট ব্রিগেড। আর সেই তিন জয়ের প্রথমটি তুলে নেওয়ার লক্ষ্যে বুধবার ইডেন গার্ডেন্সে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে তারা। 

এই প্রথম চলতি মরসুমে পরপর দুটি ম্যাচ জিতেছে নাইট ব্রিগেড। বুধবার মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে অনবদ্য ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের মেলবন্ধনে এসেছিল কাঙ্ক্ষিত জয়। 

বুধবারও যে দল সেই লক্ষ্যেই নামবে, তা এদিন সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিলেন কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আইপিএল এমন একটা প্রতিযোগিতা, যেখানে কখনও আপনি উঠবেন আবার কখনও নামবেন। শেষ দুটো ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে। আর সেটাই দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। আমার বিশ্বাস এভাবে খেলতে থাকলে, আমরা প্লে-অফে পৌঁছানোর আশা রাখতেই পারি।' তিনি আরও যোগ করেন, 'আমাদের দল হিসেবে খেলতে হবে। ছেলেরা প্রত্যেকেই জানে তাদের কী করতে হবে। এই জয়ের অভ্যেসটা আমাদের ধরে রাখতেই হবে।'

প্রতিপক্ষ দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। তাই চন্দ্রকান্ত, জানিয়ে গেলেন চেন্নাই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও, তাঁদের হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। তিনি বলেন, 'আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। শেষ ম্যাচে কী হয়েছে আমরা একেবারেই মাথায় রাখছি না। রাজস্থানের বিরুদ্ধে রিঙ্কু অনবদ্য ফিল্ডিং করেছিল। রাহানে দারুণ ক্যাচ নিয়েছিল। এছাড়া মইনও খুব ভাল বল করেছে। হর্ষিত নিজের শুরুর ভুল শুধরে নিয়ে দলকে সাহায্য করেছে। আমাদের এই সঠিক কাজগুলোই পরের ম্যাচে ধরে রাখতে হবে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement