Advertisement

IPL 2025 KKR vs DC Probable XI: প্লে অফে যেতে হারাতেই হবে দিল্লীকে, আজ KKR-এর দল কেমন?

আইপিএল-এ আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে উঠতে গেলে গতবারের চ্যাম্পিয়নদের কাছে সমস্ত ম্যাচই ডু অর ডাই। এর মধ্যেই মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৩ জয় ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের।

কেকেআর খেলোয়াড়রা ফ্রেমে একে অপরের সাথে উদযাপন করছেকেকেআর খেলোয়াড়রা ফ্রেমে একে অপরের সাথে উদযাপন করছে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 9:34 AM IST

আইপিএল-এ আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে উঠতে গেলে গতবারের চ্যাম্পিয়নদের কাছে সমস্ত ম্যাচই ডু অর ডাই। এর মধ্যেই মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৩ জয় ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের।

কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের আগে বেশ সমস্যায় টিম ম্যানেজমেন্ট। দিল্লির বিরুদ্ধে কোন কম্বিনেশনে দল নামাবে কেকেআর সেটা নিয়েই বেশ চাপে তারা। কারণ পেস অ্যাটাক ছন্দে নেই কেকেআরের। হর্ষিত রানা ও বৈভব অরোরার পার্টনার কে হবে তা নিয়ে জল্পনা রয়েছে। শেষ ম্যাচে চেতন সাকারিয়া খেললেও সফল হতে পারেননি।

স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মত তারকারা থাকলেও এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। এছাড়া দিল্লি বনাম আরসিবি ম্যাচে দেখা গিয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে স্পিনাররা সাহায্য পেয়েছে। ফলে দিল্লিতে একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে নাইটরা। পঞ্জাবের বিরুদ্ধে রভম্যান পাওয়েল খেললেও খুব একটা পরীক্ষীত হননি। আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে ভফাল ফর্মে না থাকলেও বোলিংটা খারাপ করছেন না। ফলে দিল্লির বিরুদ্ধে রভম্যান পাওয়েলের পরিবর্তে মইন আলির খেলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

দলে আরও একজন অতিরিক্ত স্পিনার খেলানোর। গত ম্যাচে চেতন সাকারিয়া খেলেছিলেন। সেই জায়গায় অনুকুল রায়কে খেলিয়ে দেখতে পারে কেকেআর। কারণ শেষ ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেল ও ক্রুণাল পান্ডিয়া দুজনেই সাহায্য পেয়েছিলেন। তবে কুইন্টন ডিকককে ফের একাদশে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই দেখার। উত্তর পেতে অপেক্ষা করতে হবে মঙ্গলবারের ম্যাচের।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, রিংকু সিং, আন্দ্রে রাসেল , বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আংক্রিশ রঘুবংশী।

Advertisement

দিল্লির সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (সি), ট্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, দুশমন্থা চামেরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আশুতোষ শর্মা

Read more!
Advertisement
Advertisement