Advertisement

IPL 2025 KKR vs LSG: ম্যাচ হারতেই ইডেনের পিচ নিয়ে ফের 'অজুহাত' রাহানের, KKR ক্যাপ্টেন বললেন...

লখনউ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে হারের পরেই ক্ষোভে ফেটে পড়ল কেকেআর। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ইডেনের পিচ নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন। আরও একবার ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে একহাত নিলেন তিনি। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। তাঁর দাবি এদিন পিচে বল বেশি ঘোরেনি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2025,
  • अपडेटेड 8:02 AM IST

লখনউ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে হারের পরেই ক্ষোভে ফেটে পড়ল কেকেআর। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ইডেনের পিচ নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন। আরও একবার ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে একহাত নিলেন তিনি। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। তাঁর দাবি এদিন পিচে বল বেশি ঘোরেনি।

প্রথমে রাহানে বলেন, পিচ থেকে স্পিনাররা কোনওরকম সাহায্য পায়নি। এদিনের ম্যাচে স্পিনারদের বল ঘোরেনি। পরবর্তীতে পিচ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক বলেন, 'আপনারা যা খুশি লিখতে পারেন পিচ সম্পর্কে। আমার যাবতীয় যা বলার আছে তা আইপিএল কর্তৃপক্ষকে জানাব। তবে একটা কথা বলি, ইডেনের পিচ কিউরেটর ইতিমধ্যেই অনেক বেশি প্রচার পেয়েছেন। উনি বোধহয় প্রচার পেতে পছন্দ করেন। তবে একটা কথা বলি, আমি যদি এর থেকে বেশি কিছু বলি তাহলে বিতর্ক তৈরি হবে।'

এদিন ইডেনের ম্যাচ যথেষ্ট উপভোগ্য হয়েছে। প্রশ্ন উঠছে, হেরে গেলেই পিচের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট? সমর্থকদের একাংশের দাবি, মেগা নিলাম থেকেই ভুল করা শুরু করেছেন ভেঙ্কি মাইসোররা। সেই ভুলের জেরেই গতবারের চ্যাম্পিয়নরা এবারে মুখ থুবড়ে পড়ছেন। আর তা ঢাকতেই নানা অজুহাত খাড়া করা হচ্ছে। যা একেবারেই হাস্যকর। 

ঋষভদের বিরুদ্ধে চার রানে হারের পর এভাবেই পিচ বিতর্কে আগুনে ঘি ঢাললেন রাহানে। ইডেনের পিচ কিউরেটরকে সরাসরি আক্রমণের ঘটনা কেকেআরের পক্ষ থেকে সাম্প্রতিক অতীতে হয়নি।‌ 

এদিন টসে জিতে শুরুতে ফিল্ডিং করতে গিয়ে ২৩৮ রান দিয়ে দেন নাইট বোলাররা। মিশেল স্টার্কের বদলি হিসেবে আসা স্পেন্সার জনসন তো বটেই, বেধড়ক মার খান সুনীল নারিন। পরিস্থিতি এমন জায়গায় যায় যে তাঁকে চার ওভার বলও দিতে সাহস পাননি রাহানে। অন্যদিকে সেই একই পিচে তাঁর সতীর্থ বরুণ চক্রবর্তী, লখনউ-এর দিগ্বেশ সিং রাঠি তুলনামূলক ভাল বল করেন। ঘটনাচক্রে দুইজনই স্পিনার। প্রশ্ন উঠছে, তা হলে বারবার ইডেনের পিচ নিয়ে এই বিতর্ক কেন?     

Advertisement

কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।


লখনউ সুপার জায়ান্টস প্লেয়িং ইলেভেন: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আভেশখান, দিগ্বেশ সিং রাঠি।

Read more!
Advertisement
Advertisement