Advertisement

IPL 2025 KKR vs LSG: টানটান উত্তেজনা ইডেনে, LSG-এর বিরুদ্ধে ৪ রানে হার KKR-এর

ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস একটি ম্যাচ খেলছে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে। কলকাতা এবং লখনউ উভয়ই এই মরসুমে চারটি করে ম্যাচ খেলেছে এবং দুটিতে জিতেছে। এই ম্যাচে, অজিঙ্ক রাহানে কেকেআরের নেতৃত্ব দেবেন, আর ঋষভ পন্ত লখনউ দলের দায়িত্বে থাকবেন। এই ম্যাচের আপডেট এবং স্কোরকার্ডের জন্য এই পেজটি রিফ্রেশ করতে থাকুন।

LSGLSG
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 11:53 PM IST

তীরে এসে তরী ডুবলো কেকেআর-এর। টসে জিতে ফিল্ডিং করতে নেমে সমস্যায় পড়তে হয় কলকাতাকে। শুরু থেকে ঝড়ো ব্যাটিং-এ ভর করে তিন উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ সুপার জায়েন্ট। জবাবে ব্যাট করতে নেমে  রানে শুরুটা ভাল করলেও, মাঝের দিকে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে কলকাতা। পরপর উইকেট হারানোয় রানের গতি কমে যায়।   

জিততে পারল না কলকাতা

কুইন্টন ডি ককের আউট হলেও, আকাশ দীপের বলে ১৫ রানে আউট হন। ততক্ষণে কলকাতার স্কোর ছিল ৩৭ রান। এরপর সুনীল নারিন এবং অজিঙ্ক রাহানে দ্রুত গতিতে রান করতে থাকেন। কলকাতার দল ৬ ওভারে ৯০ রান করে। সুনীল নারিনের ১৩ বলে ৩০ রানের ইনিংসটি ৯০ রানের এই স্কোরে শেষ হয়। নারিন আউট হওয়ার পর, ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে দায়িত্ব নেন। তবে রাহানে আউট হন ৬১ রান করে। বিশেষ কিছু করতে পারেননি রমনদীপ। ১ রান করেই আউট হন তিনি। ইম্প্যাক্ট সাব রঘুবংশীও বিশেষ কিছু করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৫ রান করে। ভেঙ্কটেশ আইয়ার ৪৫ রান করে আউট হন। রাসেল চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি। আউট হন ৭ রান করে।   

আরও পড়ুন

দুরন্ত ব্যাটিং LSG-র

এই ম্যাচে লখনউ দুর্দান্ত শুরু করেছিল। প্রথম উইকেটে এইডেন মার্করাম এবং মিচেল মার্শের মধ্যে ৯৯ রানের জুটি গড়ে ওঠে। ৪৭ রানে এইডেন মার্করামকে বোল্ড আউট করে হর্ষিত রানা প্রথম সাফল্য এনে দেন। এরপর নিকোলাস পুরান এবং মিচেল মার্শ (৮১) ৩০ বলে ৭১ রান যোগ করেন। আন্দ্রে রাসেলের বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ আউট হন মার্শ। পুরান ২১ বলে তার ৫০ রান করেন। এই ম্যাচে, পান্ত নিজের আগে আব্দুল সামাদকে পাঠান, কিন্তু তিনি বিশেষ কিছু করতে পারেননি এবং ৬ রান করে আউট হন। তবুও ২৩৯ রানের লক্ষ্য দিল লখনউ।

Advertisement

হাফ সেঞ্চুরি মার্শের

দারুণ ব্যাটিং মার্শের। ১ উইকেটে ১১২ রান লখনউ-এর। এর মধ্যেই ৫০ করে ফেললেন অজি ব্যাটার। পাঁচ ম্যাচে চতুর্থ হাফ সেঞ্চুরি তাঁর।  

১০ ওভারে উইকেট পেল না কেকেআর

দারুণ ছন্দে লখনউয়ের দুই ওপেনার। ৯৫ রান করে ফেলল তারা। দুই ওপেনার দাপট দেখাচ্ছেন ইডেনে। উইকেটের খোঁজে রাহানেরা। বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে লখনউ।   

কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।


লখনউ সুপার জায়ান্টস প্লেয়িং ইলেভেন: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আভেশখান, দিগ্বেশ সিং রাঠি।

Read more!
Advertisement
Advertisement