Advertisement

IPL 2025 KKR vs PBKS: দলে ৩ বদল, PBKS-এর বিরুদ্ধে কেমন হতে পারে KKR-এর দল?

প্রথম পর্বের ম্যাচে পঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে (Kolkata Knight Riders)। ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয় কেকেআর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ মরসুমে বেশ বেকায়দায় পড়েছে। পরপর ব্যাটিং ব্যর্থতার জন্য ম্যাচ হেরে প্লে অফের আশা অনেকটাই ফিকে অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)।

কেকেআর ও পঞ্জাবকেকেআর ও পঞ্জাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 11:07 AM IST

প্রথম পর্বের ম্যাচে পঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে (Kolkata Knight Riders)। ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয় কেকেআর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ মরসুমে বেশ বেকায়দায় পড়েছে। পরপর ব্যাটিং ব্যর্থতার জন্য ম্যাচ হেরে প্লে অফের আশা অনেকটাই ফিকে অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)।

কেমন হতে পারে পিচ?
এবার ঘরের মাঠে শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে ফিরতে লেগে নামবে কেকেআর। পঞ্জাব ম্যাচ হারের পর গুজরাতের (Gujarat Titans) বিরুদ্ধেও হেরেছে অজিঙ্কে রাহানের দল। লিগ টেবিলে ৮ ম্যাচে ৫টি হেরে প্লে অফে (IPL Playoffs) ওঠার রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছে নাইটরা। গুজরাত ম্যাচের পিচেই খেলা হবে পঞ্জাব ম্যাচ। ফলে আগের ম্যাচের মতো বাউন্স নাও থাকতে পারে। স্পিনাররা আরও বেশি সাহায্য পেতে পারেন। ফলে ঘরের মাঠে উইকেটেকর সুবিধা কেকেআর কতটা নিতে পারে সেটাই দেখার।

চাপে কলকাতা
ব্যাটিং বিভাগের যে দুর্দশা দেখা গিয়েছে কেকেআরের তা পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে অনেকটাই চাপে রেখেছে টিম ম্যানেজমেন্টকে। পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের টিম কম্বিনেশন কী হবে, তা নিয়েও রয়েছে জল্পনা। বিশেষ করে কেকেআরের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একটি করে পরিবর্তন হতে পারে। আন্দ্রে রাসেলকে (Andre Russell) এই ম্যাচে বসানো হতে পারে। সেই জায়গায় খেলতে পারেন রভম্যান পাওয়েল (Rovman Powell)। দলে ফিরতে পারেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। এছাড়া মইন আলিকে (Moeen Ali) বসিয়ে খেলানো হতে পারে আনরিখ নকিয়াকে।

এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক/রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল / রভম্যান পাওয়েল, রমনদীপ সিং, মইন আলি /আনরিখ নকিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার: আংক্রিশ রঘুবংশী।

Read more!
Advertisement
Advertisement