আজ শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবছরে কলকাতাকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেনের বিরুদ্ধে এই ম্যাচ শাহরুখ খানের দলের কাছে মর্যাদার লড়াই। সেই লড়াইয়ে জিততে মরিয়া কেকেআর। মঙ্গলবারের মেগা এনকাউন্টারের আগে কেকেআর এবং পিবিকেএস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছ নম্বরে৷ মল্লারপুরে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে কেকেআর দলে বদলের সম্ভাবনা খুব বেশি নেই বলেই মনে করা হচ্ছে। মুল্লানপুরের পিচ স্পিনাদের জন্য বেশ কার্যকর৷ আর তাই কেকেআরের তিন স্পিনারকে খেলাবে৷ সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এবং মইন আলি।
গত ছয় ম্যাচে তিনটে জয় আর তিনটে হার সব মিলিয়ে মাত্র ৬ পয়েন্ট পেয়েছে কেকেআর। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পঞ্জাব। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রয়েছে এই ম্যাচে। আইপিএল ২০২৫ এ -র আগে কেকেআর ৬ প্লেয়ারকে রিটেন করলেও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি , পাশাপাশি নিলামের মঞ্চেও তাঁকে কিনতে বিশেষ আগ্রহ দেখায়নি৷ এদিকে নতুন দলে গিয়ে জ্বালাময় পারফরম্যান্স কেকেআরের৷ রিকি পন্টিং আইয়ারের ভিতর থেকে সেরাটা বার করে আনার মন্ত্র পুরে দিয়েছেন৷
এদিকে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার এবং তাঁর দলের কাছে যেন হারতে হয় সেটাই থিঙ্কট্যাঙ্কের প্ল্যানিং, পুরনো অধিনায়ককে কোনওভাবেই ম্যাচ বার করে নিয়ে যেতে রাজি নয় কেকেআর৷ আর সেভাবেই নিজেদের রণনীতি সাজাচ্ছেন দুরন্ত ফর্মে থাকা কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে৷
দেখে নিন কী হতে পারে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders): কুইন্টন ডি কক (Quinton de Kock -wk), সুনীল নারিন (Sunil Narine), অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane -capt), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh), মইন আলি (Moeen Ali), হর্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরা (Vaibhav Arora), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)৷
পঞ্জাব কিংস (Punjab Kings): প্রভাসিমরণ সিং (Prabhsimran Singh -wk), প্রিয়াংশ আর্যা (Priyansh Arya), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer -capt), নেহাল ওয়াধেরা (Nehal Wadhera), শশাঙ্ক সিং (Shashank Singh), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মার্কাস স্টোয়েনিস (Marcus Stoinis), আজমাতু্ল্লাহ ওমারজাই/অ্যারন হার্ডি (Azmatullah Omarzai/Aaron Hardie), মার্কো জেনসেন (Marco Jansen), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), অর্শদীপ সিং (Arshdeep Singh), যশ ঠাকুর (Yash Thakur)।