শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। ফলে বিঘ্নিত হতে পারে আইপিএল (IPL 2025) ম্যাচ, এমনকি উদ্বোধনী অনুষ্ঠানও। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ মার্চ কলকাতা বনাম ব্যাঙ্গালোর (KKR vs RCB) ম্যাচ, বুধবারই শহরে এসেছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার।
দমকা হাওয়া বইবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা। বৃষ্টি চলবে শনিবারও। কালবৈশাখী সাধারণত দুপুর বা বিকেলের পর হয়ে থাকে। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ফলে ঝড়বৃষ্টি হলে ওই সময়ে খেলা ভেস্তেও যেতে পারে। আগামী চার দিনের জন্য বিশেষ বুলেটিন প্রকাশ করেছে হাওয়া অফিস।
শনিবার শিলাবৃষ্টির আশঙ্কা
শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে শনিবার। দুর্যোগ চলবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সঙ্গে এই সমস্ত জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বিকেল ও সন্ধ্যায় আসতে পারে বৃষ্টি
শনিবারও কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। এমনই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা। ফলে অর্থাৎ কলকাতা বনাম আরসিবির ম্যাচ নিয়ে প্রশ্ন থাকছেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হলে টানা বৃষ্টিতে ম্যাচ নিয়ে সংশয় থাকবে। ২০২৪ সালে আইপিএল জেতার জন্য কলকাতাতেই হবে আইপিএলের প্রথম ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা বিরাট কোহলির খেলা দেখার জন্য আগ্রহ রয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। তবে আদৌ সেই ম্যাচ হবে তো?
কেন এই সময় বৃষ্টির সম্ভাবনা?
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। বায়ুপ্রবাহও অনুকূলে রয়েছে। সেই কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই। ঝড়বৃষ্টি বেশি হবে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।