Advertisement

IPL 2025 RCB Vs KKR: IPL-এর উদ্বোধনী ম্যাচে KKR-RCB-র একাদশে কারা? তুরুপের তাস 'ইমপ্যাক্ট সাব'

IPL 2025 RCB Vs KKR: এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেনের উপর নজর থাকবে। এটা দেখতে হবে দুই দল প্রথম ম্যাচে কি কম্বিনেশনে খেলতে মাঠে নামে, কারণ এই সিজনের এটি প্রথম ম্যাচ এবং এই টুর্নামেন্টে পাঁচটি বড় বদলের সঙ্গে আইপিএল মাঠে নামতে চলেছে। তা ম্যাচকে কতটা আকর্ষণীয় করে, না কি ম্যাচের গতি নষ্ট করে সেটা দেখার জন্য মুখিয়ে থাকবে সবাই।

ওপেনিং ম্যাচে মুখোমুখি KKR-RCBওপেনিং ম্যাচে মুখোমুখি KKR-RCB
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 2:05 PM IST

IPL 2025 opening match kkr vs rcb : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ আজ ২২ মার্চ কলকাতা ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে।প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের মধ্যে এই ম্যাচটি নিয়ে তুমুল উৎসাহ ও উদ্দীপনা। তার কারণ যেমন এটি ওপেনিং ম্যাচ, তেমনই এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর কর্ণধার কথা বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। এই ম্যাচে কেকেআর (KKR)এর অধিনায়ক হবেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) অন্যদিকে আরসিবির অধিনায়কত্ব করবেন রজত পাতিদার (Rajat Patidar)।

এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেনের উপর নজর থাকবে। এটা দেখতে হবে দুই দল প্রথম ম্যাচে কি কম্বিনেশনে খেলতে মাঠে নামে, কারণ এই সিজনের এটি প্রথম ম্যাচ এবং এই টুর্নামেন্টে পাঁচটি বড় বদলের সঙ্গে আইপিএল মাঠে নামতে চলেছে। তা ম্যাচকে কতটা আকর্ষণীয় করে, না কি ম্যাচের গতি নষ্ট করে সেটা দেখার জন্য মুখিয়ে থাকবে সবাই।

কলকাতা নাইট রাইডার্স এর সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন, বৈভব অরোরা।

আরও পড়ুন

ইমপ্যাক্ট সাব: আংক্রিশ রঘুবংশী/অনুকুল রায়/মায়াঙ্ক মার্কন্ডে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্লেয়িং-১১: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিকল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড, যশ দয়াল।

ফ্যান্টাসি একাদশে এরা সেরা হবেন: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন (অধিনায়ক), ক্রুনাল পান্ড্য (সহ-অধিনায়ক), আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, হর্ষিত রানা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড, যশ দয়াল, স্বপ্নিল সিং, লুঙ্গি, লুঙ্গি, লুঙ্গি, এনডিজি, এনডিপি, এনডিপি। রসিক সালাম দার, নুয়ান থুশারা, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা, অভিনন্দন সিং।

Advertisement

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, রহমানুল্লাহ গুরবাজ, মনীশ পান্ডে, মঈন আলি, এনরিক নরসিয়া, রোভম্যান পাওয়েল, অনুকুল রায়, মায়াঙ্ক মার্কন্ডে, চেতন সাকারিয়া, লাভনিথ সিসোদিয়া।

 

Read more!
Advertisement
Advertisement