Advertisement

IPL 2025 First Match: আজ আদৌ খেলা হবে? RCB বনাম KKR ম্যাচের উত্তেজনায় জল ঢালছে বৃষ্টি

আজ, ২২ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগ, আইপিএল ২০২৫-এর ১৮তম সিজনের শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ইডেন গার্ডেন্সে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ আদৌ হবে কিনা, তাই নিয়ে তৈরি হয়েছে তুমুল অনিশ্চয়তা।

আজ আদৌ খেলা হবে?আজ আদৌ খেলা হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 8:29 AM IST

আজ, ২২ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগ, আইপিএল ২০২৫-এর ১৮তম সিজনের শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ইডেন গার্ডেন্সে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ আদৌ হবে কিনা, তাই নিয়ে তৈরি হয়েছে তুমুল অনিশ্চয়তা।

প্রথম ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা

আইপিএল শুরুর ঠিক একদিন আগে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার ম্যাচের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারতীয় আবহাওয়া দফতর (IMD) অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এমনকি আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ৯৭ শতাংশ। ফলে প্রথম ম্যাচেই বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২০০৮-এর পুনরাবৃত্তি?

আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচও হয়েছিল KKR বনাম RCB-এর মধ্যে। ২০০৮ সালে সেই ম্যাচে KKR-এর ব্রেন্ডন ম্যাককালাম RCB-কে কার্যত ধ্বংস করেছিলেন। ম্যাককালাম ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন। KKR সেই ম্যাচে ২০ ওভারে ২২২/৩ রান করেছিল, যা তখনকার টি-২০ ক্রিকেটে বিরল ছিল। RCB মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছিল।

KKR vs RCB: হেড টু হেড পরিসংখ্যান

এবারের প্রথম ম্যাচের আগে পরিসংখ্যান বলছে, IPL-এ KKR এবং RCB মোট ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে KKR জিতেছে ২১ বার, আর RCB জিতেছে ১৪ বার। তবে শেষ ১০ ম্যাচে দুই দল ৫-৫টি করে ম্যাচ জিতেছে।

নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামছে দুই দল

এই মরশুমে দুই দলই নতুন অধিনায়ক নিয়ে নামছে। KKR-এর নেতৃত্বে থাকছেন অজিঙ্ক রাহানে। আর RCB-এর অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন রজত পাতিদার।

RCB স্কোয়াড:

  • রিটেন: বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), যশ দয়াল
  • নতুন সংযোজন: লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হেজেলউড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, টিম ডেভিড, লুंगी এনগিডি, দেবদত্ত পাড়িক্কল, সুয়শ শর্মা, মনোজ ভান্ডাগে, রসিখ দার, স্বপ্নিল সিং, নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড

KKR স্কোয়াড:

  • রিটেন: সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিং
  • নতুন সংযোজন: ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, এনরিক নর্কিয়া, রাহমানউল্লাহ গুরবাজ, ময়ঙ্ক মারকন্ডে, রোভম্যান পাওয়েল, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মোঈন আলি, মণীশ পান্ডে, স্পেন্সার জনসন, অনুকূল রায়, চেতন সাকারিয়া

বৃষ্টি কি ম্যাচ পণ্ড করবে?

একিউওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ইডেনে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর সম্ভাবনা কম। ক্রিকেটপ্রেমীদের জন্য বিষয়টি হতাশাজনক হতে পারে, কারণ ম্যাচের টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে।

Read more!
Advertisement
Advertisement