রবিবার কলকাতা নাইট রাউডার্স মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে কেকেআরের কাছে এই ম্যাচ মাস্ট উইন, কারণ এই ম্যাচ হেরে গেলেই তাঁদের কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে প্লে অফের দৌড় থেকে। এই ম্যাচে অনিশ্চিত ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে।
দিল্লি ম্যাচে রাহানের হাতে বল লেগে চোট পেয়েছিলেন, রবিবারের ম্যাচে কি নাইট অধিনায়ক খেলবেন? জল্পনা জিইয়ে রাখলেন পাওয়েল। তিনি বলছেন, ‘একটা ভালো বিষয় হল গত ম্যাচের পর আমরা কিছুদিন সময় পেয়েছি, তাই ও চোট পেলেও ওর শুশ্রুষা করেছে মেডিক্যাল টিম। ও অনেকটা উন্নতিও করেছে শেষ কয়েকদিনে, ব্যাটিংও করেছে। ওকে দলে পাওয়াটা খুব দরকার, ও আমাদের অধিনায়ক আর আমাদের দলের সেরা ব্যাটার যে এবারের প্রতিযোগিতায় আলো দেখিয়েছে। মেডিক্যাল টিম অনেক চেষ্টা করছে ওকে পরের ম্যাচে খেলার জন্য তৈরি করতে ’।
নাইট রাইডার্সের আর চারটি ম্যাচ বাকি রয়েছে, সব কটা ম্যাচ জিতলেই তাঁরা ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে। ক্যারিবিয়ানদের তিন খেলোয়াড় নাইটদের হয়ে ইডেনে নামতে পারেন, তাঁরা হলেন রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। ম্যাচের আগে অবশ্য পাওয়েল বলছেন, ‘শুধু বেপরোয়া বা মরিয়া হলেই হবে না। এই ম্যাচটা আমাদের জন্য ভয়ের শুধু নয়, ওপরের দিকে থাকা সব দলের জন্যেও ভয়ের। এই মূহূর্তে যারা ভালো খেলবে, তাঁরাই জিতবে, প্রতিযোগিতার প্রথম পর্বে কি হয়েছে সেটা এখন অতীত। আমরা আগেও দেখেছি শেষদিকে অনেক দলই পরপর জিতেছে প্লে অফে গেছে, তাই সেটা আমরা করতে পারলে পরপর দুবার চ্যাম্পিয়ন হতেই পারি ’।
তিনি আরও বলছেন, ‘এই মূহূর্তে যা পরিস্থিতি, তাতে আমরা আর নিজেদের চাপের মধ্যে ফেলতে চাই না। আমার ভাগ্য আমাদের হাতেই রয়েছে। দলে বোঝাপড়া ভালোই রয়েছে। একটা একটা করেই ম্যাচ আমরা নিতে চাই, এখনও চার-পাঁচটা ম্যাচ রয়েছে সেগুলো আমাদের জিততেই হবে। আপাতত আমাদের সামনে রাজস্থান রয়্যালস রয়েছে, সেই ম্যাচ জিততে চাই, তারপর আগের ম্যাচের কথা ভাবব ’।
এবারের আইপিএলে পাওয়েল সেভাবে সুযোগই পাননি, যদিও নাইটদের ব্য়াটিংয়ের প্রশংসাই করছেন তিনি। ক্যারিবিয়ান তারকা বলছেন, ‘আমাদের দলের ব্যাটিং যথেষ্ট ভালো, অনেক ম্যাচেই আমরা ২০০র ওপর করেছি। অনেকে তো এখনও সেভাবে নিজেদের সেরাটা দিতেই পারেনি, তাতেই এমন পারফরমেন্স খুবই ভালো দিক। প্রতি ম্যাচেই আমাদের উন্নতি করতে হবে। গত ম্যাচে আমরা দেখিয়েছি যে কতটা পরিশ্রম করেছি, আশা করব সেই ধারা বজায় থাকবে। পঞ্জাব ম্যাচে ১১১ রান তাড়া করতে নেমে আমরা ব্যর্থ হয়েছি, সেটাই এখন আমাদের খোঁচা দিচ্ছে। ওই ম্যাচটা জিতে থাকলে আমাদের পজিশনও আজ অনেকটা ভালো জায়গায় হত পয়েন্ট টেবিলে’।