Advertisement

RR vs KKR, IPL 2025: ডি ককের ব্যাটে জয়, আট উইকেটে RR-কে হারাল KKR

RR vs KKR Live Score, IPL 2025: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়‍্যালসের মধ্যে খেলা হচ্ছে। কেকেআর এবং রাজস্থান দলের মধ্যে লড়াই সবসময়ই উপভোগ্য। দুই দলের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় দলই সমান ১৪-১৪টি করে ম্যাচ জিতেছে।

২০২৫ সালের আইপিএলে কেকেআর দলের হয়ে কুইন্টন ডি কক২০২৫ সালের আইপিএলে কেকেআর দলের হয়ে কুইন্টন ডি কক
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 26 Mar 2025,
  • अपडेटेड 10:58 PM IST

RR vs KKR Live Score, IPL 2025: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়‍্যালসের মধ্যে খেলা হচ্ছে। কেকেআর এবং রাজস্থান দলের মধ্যে লড়াই সবসময়ই উপভোগ্য। দুই দলের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় দলই সমান ১৪-১৪টি করে ম্যাচ জিতেছে।

দারুণ হাফসেঞ্চুরি

ডি'কক দারুণ ছন্দে। ৩৭ বলে ৫০ দক্ষিণ আফ্রিকার তারকা। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করে ফেলল কলকাতা।  

আরও পড়ুন

আউট রাহানে

বড় শট খেলতে গিয়ে আউট ক্যাপ্টেন রাহানে। উইকেট হাসারাঙ্গার। ১০ ওভারে ৭০ রানে ২ উইকেট হারাল কলকাতা।  

বাজে আউট হলেন মইন

রান আউট! কিছুটা হালকা ভাবে রান শেষ করতে গিয়ে আউট হলেন ইংল্যান্ডের তারকা। ১ উইকেট হারিয়ে ৪২ রান করে ফেলেছে কেকেআর। 

ইনিংস শেষ

কলকাতার সামনে ১৫২ রানের টার্গেট দিল রাজস্থান। 

আবার উইকেট হারাল রাজস্থান

১১০ রানে ৬ উইকেট হারাল রাজস্থান। আউট শুভম দুবে। 

৫ উইকেট হারাল রাজস্থান

আবার উইকেট বরুণের। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বিরাট চাপে রাজস্থান। 

জোড়া উইকেট বরুণের

পরপর উইকেট হারাচ্ছে রাজস্থান। ৮০ রানে ৪ উইকেট হারাল তারা।

আউট জয়সওয়ালও

বড় শট খেলতে গিয়ে উইকেট হারালেন জয়সওয়ালও, ৬৯ রানে ৩ উইকেট হারাল রাজস্থান। প্রথম উইকেট মইন আলির। 

রান পেলেন না পরাগ

বরুণ চক্রবর্তী আসতেই উইকেট হারাল রাজস্থান। আউট হলেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। ৬৭ রানে ২ উইকেট হারাল রাজস্থান

আউট সঞ্জু

বড় সাফল্য পেল কেকেআর। বোল্ড হলেন স্যামসন। উইকেট বৈভব আরোরার।  

বিরাট ধাক্কা কেকেআর-এর

নারিন এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় দলে এলেন মইন আলি। 

হার ভুলতে চাইবে দুই দলই

এই মরসুমে এটি তাদের দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। উভয় দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। আজ কলকাতা অথবা রাজস্থানের জয়ের খাতা খোলা নিশ্চিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স, ঘরের মাঠে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে ৭ উইকেটে হেরে গেলেও, রাজস্থান হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) কাছে ৪৪ রানে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement