Advertisement

IPL 2025 KKR vs RR Probable XI: KKR দলে জোড়া বদলের সম্ভাবনা, রাজস্থানের বিরুদ্ধে কেমন হবে দল?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। তবে কলকাতায় নয়, ম্যাচ হবে গুয়াহাটিতে। প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্সের পর একাধিক বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারের ব্যর্থতা ও বোলিং অ্যাটাকে সুনীল নারিন (Sunil Narine) ছাড়া সবাই ব্যর্থ।

কেকেআর দল কেকেআর দল
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 10:01 PM IST

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। তবে কলকাতায় নয়, ম্যাচ হবে গুয়াহাটিতে। প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্সের পর একাধিক বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারের ব্যর্থতা ও বোলিং অ্যাটাকে সুনীল নারিন (Sunil Narine) ছাড়া সবাই ব্যর্থ।

জল্পনা তৈরি হয়েছে প্রথম ম্য়াচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে কিনা ৩ বারের আইপিএল জয়ীরা। প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন কুইন্টন ডিকক। সেই জায়গায় খেলানো হতে পারে অপর এক বিদেশি উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। এর আগেও কেকেআরের হয়ে ওপেনিংয়ের অভিজ্ঞতা রয়েছে গুরবাজের।

বোলিং অ্যাটাকে একটি পরিবর্তন হওয়াটা মোটামুটি পাকা ধরা হচ্ছে। প্রথম ম্যাচে স্পেনসর জনসন ডাহা ফেল করেন। সেই জায়গায় খেলানো হতে পারে প্রোটিয়া স্পিডস্টার আনরিখ নকিয়াকে। দলের বোলিং গত মরসুমে যতটা বিষাক্ত ছিল, এবার সেরকম নেই বলেই মনে হয়েছে প্রথম ম্যাচে। যদিও এই টুর্নামেন্ট অনেক বড়। ফলে উত্থান পতন থাকবেই। এবার প্রশ্ন হল, দ্বিতীয় ম্যাচে কেকেআর ঘুরে দাঁড়াতে পারবে তো? 

আরও পড়ুন

দুই দলে কারা?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- সুনীল নারিন, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রমনদীপ সিং, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং অনরিখ নোর্খিয়া। পাশাপাশি স্পেনসার জনসন এবং বৈভব অরোরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা এবং ফজলহক ফারুকি। পাশাপাশি সঞ্জু স্যামসনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement