Advertisement

IPL 2025 KKR vs SRH: হায়দরাবাদের বিরুদ্ধে একাধিক বদলের সম্ভাবনা KKR-এর, রাহানের দলে কারা?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার পরেও হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৩ ম্যাচ খেলে ২ টো হার। এর ফলে পয়েন্ট তালিকায় শেষে রয়েছে। বৃহস্পতিবার ফের ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গতবার ফাইনালে এই দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে এবার দুই দলই ৩করে ম্যাচে খেলে ১টি জয় পেয়েছে। ইডেনে জয়ে ফিরতে মরিয়া উভয় দলই।

SRH VS KKRSRH VS KKR
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2025,
  • अपडेटेड 12:47 PM IST

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার পরেও হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৩ ম্যাচ খেলে ২ টো হার। এর ফলে পয়েন্ট তালিকায় শেষে রয়েছে। বৃহস্পতিবার ফের ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গতবার ফাইনালে এই দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে এবার দুই দলই ৩করে ম্যাচে খেলে ১টি জয় পেয়েছে। ইডেনে জয়ে ফিরতে মরিয়া উভয় দলই।


মিডল অর্ডার রানের মধ্যে নেই। ২টি ম্যাচ হারের পর ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই কেকেআরের একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাটিংয়ে রানের মধ্যে নেই ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা। ফলে রানের গতি টিকিয়ে রাখতে পারছেন না নাইট ক্রিকেটাররা। 

বোলিংয়েও পেস বিভাগের অবস্থা খুবই শোচনীয়। স্পেনসর জনসন ডাহা ফেল করার পরও কেন আনরিখ নকিয়াকে খেলানো হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া হর্ষিত রানা ও বৌভব অরোরাও আহামরি কিছু পারফর্ম করতে পারেননি। ফলে এসআরএইচের বিরুদ্ধে কেকেআর দলে একাধিক পরিবর্তনের জল্পনা রয়েছে। হায়দরাবাদের মূল শক্তি ব্যাটিং। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেনরা একাই ম্যাচের রং বদলে দিতে পারে। তাই শুরুতেই আঘাত হানতে হবে কেকেআরকে।

যে কাজটা বাঁ-হাতি পেসার স্পেনসর জনসনকে দিয়ে হচ্ছে না। তাঁকে বসিয়ে খেলানো হতে পারে অ্যানরিখ নকিয়াকে। তবে ভারতীয় পেসার বলতে রিজার্ভে রয়েছেন শুধু চেতন সাকারিয়া। ফলে হর্ষিত ও বৈভবের খুব একটা বিকল্প কেকেআরের কাছে নেই। ব্যাটিং লাইনেও পরিবর্তন হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। তরুণ তুর্কি লাভনিথ সিসোদিয়াকে নিয়েও চর্চা তুঙ্গে। ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্সেও খুশি নয় দল। আন্দ্রে রাসেলের বদলি হিসেবে রভম্যান পাওয়েল রয়েছে স্কোয়াডে। তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন রাহানে, ব্র্যাভো ও পন্ডিত স্যার সেটাই দেখার।

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য ১২
সুনীল নারিন, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরা।

Advertisement

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য ১২
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান, নীতীশ রেড্ডি, অনিকেত বর্মা, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অভিনব মনোহর, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), উইয়ান মাল্ডার/অ্যাডাম জাম্পা, হার্ষাল প্যাটেল, মহম্মদ শামি ও সিমরজিৎ সিং/জীশান আনসারি।

Read more!
Advertisement
Advertisement