Advertisement

IPL 2025 KKR vs SRH: হায়দরাবাদ ম্যাচে কেমন হবে ইডেনের পিচ? রইল বড় আপডেট

সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad) ম্যাচে ইডেনের পিচ (Eden Gardens) কেমন হবে? এটাই এখন বড় প্রশ্ন নাইট অনুরাগীদের মনে। পিচ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এবারের আইপিএল-এ (IPL 2025) শুধু কেকেআর (Kolkata Knight Riders) নয়, বিতর্ক হয়েছে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super KIngs) নিয়েও। তবে ইডেনে এবার পছন্দের স্পিন সহায়ক উইকেট পাচ্ছে নাইটরা। এমনটাই সূত্রের খবর।

ইডেনের পিচ ও কেকেআরইডেনের পিচ ও কেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 6:46 AM IST

সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad) ম্যাচে ইডেনের পিচ (Eden Gardens) কেমন হবে? এটাই এখন বড় প্রশ্ন নাইট অনুরাগীদের মনে। পিচ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এবারের আইপিএল-এ (IPL 2025) শুধু কেকেআর (Kolkata Knight Riders) নয়, বিতর্ক হয়েছে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super KIngs) নিয়েও। তবে ইডেনে এবার পছন্দের স্পিন সহায়ক উইকেট পাচ্ছে নাইটরা। এমনটাই সূত্রের খবর।

মঙ্গলবার যে সময়ে কেকেআর শহরে ঢুকে পড়ল, প্রায় তখনই সানরাইজার্স হায়দরাবাদ ইডেনে প্র্যাক্টিস করতে নেমে পড়ে। ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, হেনরিখ ক্লাসেনকে ছাড়াই নামে হায়দরাবাদ। মহম্মদ শামি, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি ট্রেনিং করেন। শামি একটানা বল করলেন। ঈশান কিষান নেটে বিস্ফোরক ব্যাট করে গেলেন। বৃহস্পতিবার তিনি ইডেনে কী করবেন তা এখনই বলা যাচ্ছে না।

কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেমন পিচ বানান সেটাও দেখার। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ইডেনে ঢোকার পর পরই পিচ দেখতে চলে যান। ওয়াকিবহাল মহলের খবর ধরলে, ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। পিচটাকে দেখেও বিস্ময়কর লাগল, সাধারণত ইডেন পিচে ঘাস থাকে। দুটো পিচ পাশাপাশি তৈরি করে রাখা রয়েছে দেখা গেল। একটা সামান্য ঘাস রয়েছে। আর একটা ফ্যটাফ্যাটে সাদা।

শোনা গেল, ৩ ও ৮ এপ্রিলে দুটো ম্যাচেই বল ঘুরবে। কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, তাতে কেকেআরের না হিতে বিপরীত হয়ে যায়। কেউ কেউ বলছিলেন, ইডেনে আরসিবি ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার স্পিন খেলতে পারেনি কেকেআর। সুয়াশ শর্মাকে সামলাতে পারেননি আন্দ্রে রাসেল। ওয়াংখেড়েতে মিচেল স্যান্টনারকে সামলানো সম্ভব হয়নি। সেখানে ঘূর্ণিতে অ্যাডাম জাম্পাকে সামলানো যাবে তো? এসআরএইচ জার্সি পরে নামবেন তিনি। রাহুল চাহারও আছেন। আর সেই টার্নারে যদি ভরাডুবি ঘটে, তাহলে নতুন কোন অজুহাত দেবে কেকেআর, সেটাও দেখার।

Read more!
Advertisement
Advertisement