Advertisement

IPL 2025 KKR vs SRH: গ্রুপের শেষ ম্যাচে KKR দলে শুভম? স্পিন অস্ত্রেই চমক কলকাতার

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অনেক আগেই এবারের আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গিয়েছে। ফলে শেষ ম্যাচে অজিঙ্কা রাহানেদের সামনে সম্মানরক্ষার লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে কেমন দল নামাবে কেকেআর? গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদেরও। তারাও দৌড়ে নেই। তবে গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভালো পারফর্ম করছে সানরাইজার্স। 

 KKR অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং SRH অধিনায়ক প্যাট কামিন্স ফ্রেমে KKR অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং SRH অধিনায়ক প্যাট কামিন্স ফ্রেমে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 May 2025,
  • अपडेटेड 2:21 PM IST

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অনেক আগেই এবারের আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গিয়েছে। ফলে শেষ ম্যাচে অজিঙ্কা রাহানেদের সামনে সম্মানরক্ষার লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে কেমন দল নামাবে কেকেআর? গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদেরও। তারাও দৌড়ে নেই। তবে গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভালো পারফর্ম করছে সানরাইজার্স। 

আজ দিল্লিতে রাউন্ড টু-তে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল কেকেআর। রাউন্ড টু-তে নাইট রাইডার্স হয়তো তিন মিস্ট্রি স্পিনারকে নামাতে পারেন। রোভম্যান পাওয়েলের জায়গায় টেম্পোরারি পরিবর্ত হিসেবে মধ্যপ্রদেশের শিবম শুক্লাকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। 

আগে থেকেই কেকেআর টিমে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো দুই মিস্ট্রি স্পিনার ছিলেন। এরপর শিবম শুক্লা যোগ দেওয়ায় স্পিনেই ভরসা রাখতে পারে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ দলে চমক হতে পারেন মহম্মদ সিরাজ। তবে তাঁকে কেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তা অজিত আগরকারের প্রেস কনফারেন্স থেকে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। 

শামি এখনও পুরোপুরি ফিট নন। আর তাই তাঁকে ইংল্যান্ড সফরের দলে নেওয়া হয়নি। এখন গ্রুপের শেষ ম্যাচে তাঁকে খেলানো হয় কিনা সেটাই দেখার। শনিবার আগরকার বলেন, 'চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে তিনি ফিট নন। তাই আমাদের পরিকল্পনা করতে হবে। দুর্ভাগ্যবশত তিনি ফিট নন।'  

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, হর্ষ দুবে, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, ঈশান মালিঙ্গা, জয়দেব উনাদকাট

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ/লভনীথ সিসোদিয়া, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার/মণীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, অনরিখ নর্টজে/শিবম শুক্লা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement