ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2025-এ আরসিবি ম্যাচ ভেস্তে যাওয়ায় আইপিএল-এর প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। ভারত-পাক উত্তেজনার আবহে এক সপ্তাহ পর খেলা শুরু হতেই, ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়নরা। বৃষ্টির কারণে টসও হয়নি এই ম্যাচে।
ব্যাটারদের ব্যর্থতা
চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাটসম্যানরা হতাশ করেছেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং তরুণ অংকৃষ রঘুবংশী ছাড়া আর কোনও ব্যাটসম্যান ধারাবাহিকতা দেখাতে পারেননি। কেকেআর-এর হয়ে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং একেবারেই ধারাবাহিক ছন্দে ছিলেন না এটা বড় সমস্যার কারণ। টি২০ ক্রিকেট ব্যাটারদের খেলা। সেখানে ব্যাটাররা ব্যর্থ হলে সব চেষ্টাই বৃথা চলে যায়।
সঠিক সময় বোলারদের উইকেট না পাওয়া
বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, বৈভব অরোরা এবং হর্ষিত রানারাও বল করতে এসে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। কেকেআরের বোলিং এদের উপর নির্ভর করলেও, তারা হতাশ করেছেন।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়া
সমস্যা বেড়েছে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। আরসিবির পয়েন্ট হল ১৭। ফলে বিরাট কোহলিরা প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করলেন। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স ২০২৫ সালের আইপিএলে প্লেঅফ থেকে গেল। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, কেকেআরের পয়েন্ট হবে ১২ এবং শেষ ম্যাচটি জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে। সেই কারণেই ছিটকে গেল কলকাতা।
দেশের দক্ষিণ প্রান্তে এই সময় বর্ষা ঢুকে পড়ে। ফলে বৃষ্টি হয়, নানা জায়গায়। বেঙ্গালুরুর ড্রেনেজ ব্যবস্থা ভাল হলেও, সন্ধ্যার পর থেকে এত বৃষ্টি হয়েছে যে টসটাও করা যায়নি। সঠিক সময় ম্যাচটা খেলা হলে এই সমস্যা থেকে হয়ত বাঁচতে পারতেন অজিঙ্কা রাহানেরা। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বিসিসিআই প্লেয়ারদের সুরক্ষার কথা সবার আগে ভেবেছে। ভারতের বীর সেনাবাহিনী, দেশের অভ্যন্তরে কোনও আঁচ আসতে দেননি। আর সেই কারণেই ফের আতঙ্ক সরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে আইপিএল। তবে ভাগ্যও খারাপ নাইটদের।