ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) কাছে হেরে এবার আইপিএল (IPL) অভিযান শুরু করেছে কমকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রাজস্থান রয়্যালসের (Tajasthan Royals) বিরুদ্ধে তারপর দারুণ প্রত্যাবর্তন। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচের আগে শুক্রবার বিশ্রামে ছিলেন অজিয়া রাহানেরা। শনিবার মুম্বই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল নাইট রাইডার্স। নাইটদের কাছে সুখবর, চোট সারিয়ে এদিন অনুশীলনে নামলেন সুনীল নারিন। মুম্বইয়ের বিরুদ্ধে খেলার জন্য তৈরি তারকা ক্রিকেটার।
অনুশীলনে ফিরলেন ফিট নারিন
শনিবার নেটে আন্দ্রে রাসেলের সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন নারিন। বাকিরা ফিল্ডিং অনুশীলন ও ফুটবল নিয়েই বেশি মগ্ন ছিলেন। চোটের জন্য রাজস্থানের বিরুদ্ধে নারিনকে ছাড়াই মাঠে নেমেছিল নাইট রাইডার্স। তাঁর জায়গায় খেলেছিলেন মইন আলি। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মইন। মুম্বইয়ের বিরুদ্ধে নারিন খেললে তাঁকে বসতে হবে।
রাহানের ফিটনেস রহস্য
একটা ভিডিওতে অধিনায়ক রাহানে নিজের ফিটনেস্যের রহস্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, 'শরীরের রিকভারি খুবই জরুরি। ট্রেনিং সেশনে রিকভারি করে নিতে হবে।' নিজের ডায়েট সম্পর্কে রাহানে বলেন, 'ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমি ফল বেশি খাই, জুস এড়িয়ে চলি। ওয়াংখেডের বাইশ গল্প লাল মাটির। স্পিনাররা খুব বেশি সাহায্য পাবেন না। আরব সাগরের হাওয়ায় রাতের দিকে বল সুইং করাবে। এটাই চিন্তা নাইট শিবিরের। শনিবার সন্ধের ওয়াংখেড়েছে নেট অনুশীললে সুইং সামলানোর দিকে বাড়তি নজর রাসেল, নারিনদের।
ওয়াংখেড়ে নাইট ক্যাপ্টেনের ঘরের মাঠ। স্পিন-সহায়ক উইকেট যে পাবেন না, সেটা ভালই জানেন। সেই মতোই পরিকল্পনা করছে নাইট শিবির। ওয়াংখেড়েতে নাইট রাইডার্সের পরিসংখ্যান খুব একটা ভাল নয়। ১৭ ম্যাচে মাত এটিতে জয়। মুদই জিতেছে ১২টিকে। গতবছর অবশ্য শ্রেয়াস আয়ারের নেতৃত্বে নাইটরা ওয়াংখেড়েতে জ্যা ডুলে নিয়েছিল। রাহানের দলকে অমন্য এনার কটিন বোলেঞ্জের মুখে পড়তে হবে।