তিনি না থেকেও আছেন নাইট শিবিরে। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের কোচ। তাঁর দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এর আগে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর তিনি মেন্টর থাকাকালীনই। ২০২৫-এর আইপিএল শুরু হওয়ার আগে তাই অন্যতম মালিক শাহরুখ খানের মুখে ফের গম্ভীরের প্রশংসা।
আইপিএল-এ দারুণ সাফল্য গম্ভীরের
আইপিএল-এ গম্ভীরের সাফল্য বেশ নজরকাড়া। আগ্রাসনের পাশাপাশি, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া তাঁকে অন্য কোনও কোচের থেকে আলাদা করেছে। জিওহটস্টারের একটি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমি কখনও ভাবিনি গৌতম গম্ভীর আমাদের ছেড়ে যাবেন। বছরের পর বছর ধরে গৌতমের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। কিছু প্লেয়ার থাকেন, যাঁর সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব শক্তিশালী হয়, এবং গৌতম গম্ভীর তাদের মধ্যে একজন। গৌতম গম্ভীরের ক্ষেত্রে সেটা একটা ঘরে ফেরা ছিল।’
শুধু শাহরুখ নয়, রবিন উত্থাপাও এ ব্যাপারে কেকেআর কর্নধারকেই সমর্থন করেছেন। ২০১৭ সালে গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে ফিরে যান দিল্লি ফ্র্যাঞ্চাইজ়িতে। সেই সময়কার ছবি বর্ণনা করতে গিয়ে রবিন উথাপ্পা বলেন, ‘গৌতম গম্ভীর যখন আর কেকেআরের সঙ্গে ছিলেন না, তখন মনে হয়েছিল কে দল গোছাবে? উনি বেরিয়ে যাওয়াতে, আমরা কিছুটা দিশাহীন হয়ে পড়েছিলাম। বাইরে থেকেও বোঝা গিয়েছিল যে দলের অভ্যন্তরের ছবি এক নয়। পরে যখন শুনি গৌতম গম্ভীর ফিরছেন, আমি মনে করেছিলাম, কেকেআরের কাছে এর থেকে ভালো সময় আর কিছু হয় না।’
কেকেআর-এর ম্যাচের সূচি
২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ঘরের মাঠে ম্যাচ। সেই ম্যাচের আগে বুধবার অনুশীলন শুরু করেছে কেকেআর। লিগে ১০টি দল ১৪টি ম্যাচের মধ্যে মোট সাতটি ম্যাচ হবে ইডেনে। ২২ মার্চ খেলা হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে, ৩ এপ্রিল কেকেআর-এর হায়দরাবাদ, ৬ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ লখনউ, ২১ এপ্রিল অজিঙ্কা রাহানের সামনে গুজরাত, ২৬ এপ্রিল ম্যাচ কেকেআর-পঞ্জাব-এর মধ্যে, ৪ মে রাজস্থানের বিরুদ্ধে নামবে কলকাতা, ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কেকেআর। ২৬ মার্চ রাজস্থান খেলবে কেকেআর-এর বিরুদ্ধে, ৩১ মার্চ কলকাতার দলের প্রতিপক্ষ মুম্বই, ১১ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ, ১৫ এপ্রিল পঞ্জাবের পর, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।