Advertisement

IPL 2025 RCB Vs PBKS: কোহলির অসাধারণ ব্যাটিং,দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস পাডিকালের; হারল পঞ্জাব

IPL 2025 RCB Vs PBKS: টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। পাঞ্জাব কিংসের ইনিংস এদিন দাঁড়াতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায়। আরসিবির হয়ে বোলিং পারফরম্যান্স:

কোহলির অসাধারণ ব্যাটিং,দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস পাডিকালের; হারল পঞ্জাবকোহলির অসাধারণ ব্যাটিং,দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস পাডিকালের; হারল পঞ্জাব
Aajtak Bangla
  • মোহালি,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 7:44 PM IST

IPL 2025 RCB Vs PBKS: ২০ এপ্রিল ২০২৫ এ আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাত উইকেটে হারিয়ে দিল পঞ্জাব কিংসকে। কোহলি ও দেবদত্ত পাডিকালের হাফ-সেঞ্চুরি এবং সিরাজ-হর্ষলের দুর্দান্ত বোলিং আরসিবিকে সহজ জয় এনে দেয়। আগের ম্যাচের হারের ধাক্কা সামলে ফের জয়ের সরণিতে ফিরল বেঙ্গালুরু।

আরসিবির হয়ে এদিন মাত্র ৩ টি উইকেট পতন হয়েছিল। বিরাট কোহলি নিজের নামের প্রতি সুবিচার করে ৪৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। দেবদত্ত পাডিকাল ৪২ বলে ৫৮ রান করেন। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সাফল্যের তালিকা নেই বললেই চলে।

টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। পাঞ্জাব কিংসের ইনিংস এদিন দাঁড়াতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায়। আরসিবির হয়ে বোলিং পারফরম্যান্স।

আরও পড়ুন

ঘরের মাঠে দেবদত্ত পাড়িক্কলকে খেলায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, রবিবার তা দেখিয়ে দিলেন তিনি। যে ম্যাচে বিরাট কোহলি রান করেছেন, সেই ম্যাচেও আলোচনার কেন্দ্রে রয়ে গেলেন পাড়িক্কল। নেপথ্যে তাঁর ৩৫ বলে ৬১ রানের ইনিংস। যা পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরুকে ৭ উইকেট জিততে সাহায্য করল।

ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার সেই হারের বদলা নিয়ে নিলেন বিরাট কোহলিরা। মুল্লানপুরে ম্যাচ জিতে কোহলির মুখে হাসি মুখে দেখা গেল শ্রেয়স আয়ারের সঙ্গে কথা বলতে। ঘরের মাঠে যে হাসি দেখা যায়নি। আরসিবি-র পরের ম্যাচ আবার বেঙ্গালুরুতে। ঘরের মাঠে এখনও পর্যন্ত সব ম্যাচ হেরেছে তারা। রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে জয়ে ফিরতে চাইবে তারা। সেই ম্যাচেও দলের ভরসা হতে হবে পাড়িক্কলকে। না হলে কোহলির হাসি আবার উবে যাবে।

ম্যাচ হাইলাইটস:
পাঞ্জাব কিংসের ১৫০ রানে অলআউট

আরসিবির জয় ১৭.৩ ওভারে

কোহলি-পাডিকালের পার্টনারশিপে ম্যাচের মোড় ঘোরা

সিরাজ-হর্ষলের আক্রমণাত্মক বোলিং

 

Read more!
Advertisement
Advertisement