Advertisement

IPL 2025 MI vs GT Probable XI: নির্বাসন কাটিয়ে ফিরছেন ক্যাপ্টেন হার্দিক, GT vs MI ম্যাচের দল কেমন?

গত মরসুমের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসনের শাস্তি কাটিয়ে শনিবার মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আমদাবাদে পাঁচ বারের চ্যাম্পিয়নদের সামনে গুজরাত টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচ হার্দিকের কাছে স্পেশাল কারণ, কিছু মরসুম আগেই এই গুজরাতের ক্যাপ্টেন হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।

হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলহার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল
Aajtak Bangla
  • আমদাবাদ,
  • 29 Mar 2025,
  • अपडेटेड 11:56 AM IST

গত মরসুমের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসনের শাস্তি কাটিয়ে শনিবার মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আমদাবাদে পাঁচ বারের চ্যাম্পিয়নদের সামনে গুজরাত টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচ হার্দিকের কাছে স্পেশাল কারণ, কিছু মরসুম আগেই এই গুজরাতের ক্যাপ্টেন হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। 

দু'দলই এ মরসুমে প্রথম ম্যাচে হেরেছে যথাক্রমে সিএসকে (Chennai Super KIngs) এবং পঞ্জাব কিংসের (Punjab KIngs) কাছে। ফলে এ বছরের আইপিএলে (IPL 2025) দুই দলই প্রথম পয়েন্ট জিততে মরিয়া। মুম্বই প্রথম ম্যাচে হারলেও নজর কেড়েছেন অটোরিক্সা চালকের পুত্র ২৪ বছর বয়সি স্পিনার বিগ্নেশ পুদুর। যিনি রোহিতের জায়গায় 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে নেমে সিএসকের ব্যাটসম্যানদের মধ্যে বিপজ্জনক হিসেবে পরিচিত ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের উইকেট তুলে নেন। পরে ফেরান দীপক হুডাকেও।

মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে প্রথম ম্যাচের সাফল্যে মাথা যাতে ঘুরে না যায় বিগ্নেশের তা নিয়ে সর্তক। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'যে ভাবে ও চাপ সামলে সফল হয়েছে তার প্রশংসা করতে হবে। তবে এখনও ওর শেখার সময়। ওকে সব ভুলে আবার মনে করতে হবে যে প্রথম বল থেকে শুরু করছি। সেটা ও জানে।' তিনি আরও বলেছেন, চিপকের মতো পিচে প্রথম ম্যাচ হোক বা শেষ, বিশ্লেষক খেলানোর কথা তাঁদের পরিকল্পনাতেই ছিল।

পাশাপাশি জশপ্রীত বুমরা কবে চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে জানতে চাইলে জয়বর্ধনে বলেছেন, 'বাকি সবাই মাঠে নামতে তৈরি। শুধু বুমরা বাদে। আগের দিনও বলেছিলাম বুমরাকে নজরে রাখা হয়েছে। বুমরা কবে মাঠে ফিরতে পারবে তা নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে আমাদের কিছু জানানো হয়নি।' সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে মুখিয়ে থাকবে দুই দলই। 

Read more!
Advertisement
Advertisement