শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 225) উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকের ভূমিকায় জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট। ম্যাকলরেনের ক্রিকেট প্রেম সকলেরই জানা। শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইটদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore)। সেই ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) অস্ট্রেলিয়ান ব্রিগেড।
আসলে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, ইংল্যান্ডের ফিল সল্টের টানেই ইডেনে ম্যাকলারেন, স্টুয়ার্টরা। তাঁদের সমর্থনে গলা ফাটাতে দেখা গেল দিমিত্রিকেও। এদিন প্র্যাকটিস ছিল না। আইপিএলের উদ্বোধনের দিনে তাই পুরোপুরি ক্রিকেটে মজলেন ম্যাকারা। লিস্টন, আপুইয়াসহ জাতীয় দলে রয়েছেন পাঁচ ফুটবলার। তারা ক্লাবের অনুশীলনে ফিরলেই শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। টানা দু'বার লিগ-শিল্ড জয়ের পর এবার বাগান ম্যানেজমেন্টের নজরে ডাবল।
এদিকে, মনবীর সিংকে নিয়ে দুশ্চিন্তা কাটল মোহন বাগান ম্যানেজমেন্টের। চোট গুরুতর নয়। আপাতত কদিন আইসথেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তারপর রিহ্যাব করে দলে ফেরার পালা। ফলে ৩ এপ্রিল আইএসএলের প্রথম সেমি-ফাইনালে মনবীরকে পাওয়ার আশায় থিঙ্কট্যাঙ্ক। উল্লেখ্য, জাতীয় দল থেকে চোট নিয়ে ফিরেছেন সবুজ-মেরুন উইঙ্গার। শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বরফ বেঁধে সাইডলাইনে বসেছিলেন মনবীর। ফিজিওর কাছে প্রাকটিস করছেন জেমি ম্যাকলারেন ও আশিস রাই। বাকিরা পুরোদমে গা ঘামাচ্ছেন কোচ মোলিনার তত্ত্বাবধানে। হাতে সময় থাকায় ফুটবলারদের ফিট হওয়ার সময় দিচ্ছেন স্প্যানিশ হেডস্যার।
ম্যাকলারেন ইনস্টাগ্রামে মন্তব্যও করেছেন, শিল্ড জয়ের পর প্লে অফ কাপটাও জিততে চাই। দ্বিমকুটের স্বাদ পেতে মুখিয়ে আছি। একইসঙ্গে মেলবোর্ন সিটির হয়ে ডার্বিতে তিনি সর্বাধিক গোল করেছিলেন। এখানে মোহনবাগান জার্সিতেও কলকাতা ডার্বিতে সর্বাধিক গোলের অধিকারী হতে চান। মনবীরের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আপাতত ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাবে রয়েছেন তিনি। এদিকে, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট। দলকে আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার জ্যাকসন ইরভিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা।