দল বদলেছে। তবে বন্ধুত্বে কি চিড় ধরল? একজন যখন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ক্যাপ্টেন, তখন অন্য তারকা এখন কেকেআর (Kolkata Knight Riders) মেন্টর। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ডোয়েন ব্রাভোর দারুণ সম্পর্কের কথা কে না জানে? শুক্রবার রাতে কেকেআর-এর বিরুদ্ধে নামবে চেন্নাই। সেই ম্যাচের আগে অনেকদিন পর দুই বন্ধুর দেখা হল। তবে সেই বন্ধুকে গদ্দার বললেন মাহি?
নেটে অনুশীলনের সময় ধোনি যখন ব্রাভোকে তার দিকে হেঁটে আসতে দেখেন, তখন তিনি মজা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারকে 'বিশ্বাসঘাতক' বলে অভিহিত করেন। আইপিএলে ব্রাভো সিএসকে-র হয়ে দুটি মেয়াদে খেলেছেন, প্রথমটি ২০১১ থেকে ২০১৫ এবং তারপর ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। শুধু তাই নয়, নাইট রাইডার্সে যোগদানের আগে তিনি আইপিএল ২০২৩ এবং ২০২৪ মৌসুমে ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে গিয়েছেন কনুইয়ের ফ্র্যাকচারের কারণে। তাঁর জায়গায় এমএস ধোনি আবারও নেতৃত্ব দিতে চলেছেন। পাঁচবারের বিজয়ী দল ধারাবাহিক পরাজয় কাটিয়ে ওঠার চেষ্টায় ধোনির নেতৃত্বে প্রত্যাবর্তন করবে বলে আশা সিএসকের।
গুরুত্বপূর্ণ এই খেলায় হেরে গেলে সিএসকে আরও ঝামেলায় পড়তে পারে। পঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফর্মেন্স দেখে কিছুটা স্বস্তি পাচ্ছে স্বাগতিক দল। মুল্লানপুরে ২১৯ রানের কঠিন লক্ষ্য নির্ধারণের পর তারা ১৮ রানে হেরে যায়।
চেপকের ভাগ্য পরিবর্তনের আশা করছে সিএসকে, যা এই মরসুমে এখনও পর্যন্ত অতীতে যে সুবিধা দিতে পেরেছিল তা দেয়নি, যা কিছুদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিশাল পরাজয়ের পর দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংকেও হতাশা প্রকাশ করতে বাধ্য করেছে।
চেপকে সিএসকে হোম অ্যাডভান্টেজ উপভোগ করতে পারেনি, যা তাদের পূর্ববর্তী সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। পিচ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে, যার ফলে তাদের পক্ষে পড়া এবং মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।