মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল? একটা ছবি দেখেই ফের সেই জল্পনা উস্কে দিয়েছে। চেপকে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে এমএস ধোনির বাবা-মা এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে পৌঁছেছেন। এর আগে তাঁদের স্টেডিয়ামে এসে খেলা দেখতে দেখা যায়নি। তবে সেই ম্যাচেও হারতে হল চেন্নাইকে। ২৫ রানে ধোনির দলকে হারাল দিল্লি। শেষদিকে ব্যাট করতে নেমেও দলকে জেতাতে পারলেন না ধোনি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই প্রথমবারের মতো মহেন্দ্র সিং ধোনির বাবা-মা আইপিএলের কোনও ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন। এমন পরিস্থিতিতে ধোনির অবসর নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। আমরা আপনাকে বলি যে এই মরসুমে এমএস ধোনির ধীর ব্যাটিং এবং তার ভূমিকা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে। এমনকি সিএসকে কোচও ধোনির ফিটনেস নিয়ে অনেক দাবি করেছিলেন। জানিয়েছিলেন ১০ ওভারের বেশি তাঁর পক্ষে ব্যাট করা সম্ভব নয়। হাঁটুর চোটের কারণেই সমস্যা হচ্ছে মাহির।
এই মরশুমে সিএসকে তাদের প্রথম ম্যাচ খেলেছে মুম্বইয়ের বিপক্ষে। কিন্তু এই ম্যাচে, ধোনি শেষে ব্যাট করতে এসে ২ বল খেলেও খাতা খুলতে পারেননি। আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ধোনি ১১ বলে ১৬ রান করলেও দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি। তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। আর এদিন তাঁর ব্যাট থেকে এল ৩০ রান তাও ২৬ বল খেলে।
চেন্নাই সুপার কিংস প্লেয়িং-১১: রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কওয়াড় (সি), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (ডব্লিউ), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, মাথিশা পাখিরানা।
দিল্লি ক্যাপিটালস প্লেয়িং-১১: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, কেএল রাহুল (উইকেটরক্ষক), অভিষেক পোরেল, ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা।