অপারেশন সিঁদুরের পর ক্ষতবিক্ষত পাকিস্তান। পাল্টা হামলার আশঙ্কায় বন্ধ করা হয়েছে বিমান চলাচল। আর সেই কারণেই, পঞ্জাবের ধরমশালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইপিএল-এর (IPL 2025) ম্যাচ। ধরমশালা হল পঞ্জাব কিংসের (Punjab Kings) দ্বিতীয় হোম গ্রাউন্ড (Home Ground)। পিবিকেএস এখানকার স্টেডিয়ামেই খেলার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiana) বিরুদ্ধে।
তিন দলই প্লে অফের দৌড়ে
তিনটি দলই ভালমতো রয়েছে প্লে অফের দৌড়ে। তাই প্রতিটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধরমশালা বিমানবন্দর বন্ধ থাকায় বিপাকে পড়েছে দিল্লি ও মুম্বই। এই দুই দলেরই ধরমশালায় পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাকি আছে। কিন্তু এই অবস্থায় তাদের পক্ষে ধরমশালায় যাওয়া অসম্ভব। বিসিসিআইও (BCCI) তাই এই ম্যাচ গুজরাতে ম্যাচ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এক বিসিসিআই কর্তা এর আগে জানিয়েছিলেন, 'আপাতত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায় আমাদের হাতে আর বিকল্প নেই। দেখা যাক কী হয়। দুটো দল ইতিমধ্যেই ধরমশালায় রয়েছে। পরের দিকে মুম্বইও আসবে।' তবে এবার সেই ম্যাচ ধরমশালা থেকে সরে যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) ক্ষতবিক্ষত হয়েছে পাকিস্তান। সূত্রের খবর, এই হামলায় অন্তত ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০। আর এর পর থেকেই মনে করা হচ্ছে প্রত্যাঘাত আসতে পারে পাকিস্তানের দিক থেকেও। তাই বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে ভারত সরকার। ইতিমধ্যেই ভারতের তিন স্টেডিয়ামে বোমা মারার হুমকি দিয়ে মেল করা হয়েছে। সেই তালিকায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম, জয়পুরের স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম।
গতকালই তিন স্টেডিয়ামে এই হুমকি মেল আসে। কারা কী উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে তাও তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনও এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যেই ধর্মশালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল, পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ।