আইপিএল-এর (IPL 2025) মরসুম শুরু হতেই উত্তেজিত ক্রিকেটপ্রেমীরা। লিগ টেবিলে (IPL League Table) কোন দল কত পয়েন্টে রয়েছে তা নিয়ে বেশ উত্তেজিত তাঁরা। আইপিএল ২০২৫ মরসুমের শুরুটা বেশ উত্তেজনাপূর্ণ হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। একাধিক চোখ ধাঁধানো ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সর সাক্ষী ইতিমধ্যেই হয়েছে ক্রিকেট ফ্যানেরা। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বুধবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Rayals) বিরুদ্ধে জয় পেয়েছে। এই জয়ের ফলে কেকেআর কোন জায়গায়?
কোন দল কোথায়?
টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত জয়ের ফলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) +২.২০০ এর নেট রানরেট নিয়ে আইপিএল ২০২৫ স্ট্যান্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আরসিবি (Royal Challengers Bangalore) ২ পয়েন্ট এবং +২.১৩৭ রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পঞ্জাব কিংস (Punjab Kings) তাদের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারানোর ফলে ২ পয়েন্ট এবং +০.৫৫০ রেনরেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings) তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে দুরন্ত শুরু করেছিল। পঞ্জাব (Punjab KIngs) ম্যাচের আগে তৃতীয় স্থানে ছিল চেন্নাই। কিন্তু পঞ্জাব জয়ের পর ২ পযেন্ট ও +০.৪৯৩ নেট রানরেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এর পাশাপাশি এলএসজির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জিতে ২ পয়েন্ট এবং +০.৩৭১ রানরেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
এছাড়া প্রতিযোগিতার বাকি পাঁচটি দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। তবে রানরেটের বিচারে ৬ থেকে ১০ র্যাঙ্কিং রয়েছে বাকি দলগুলি। ৬ নম্বরে রয়েছে এলএসজি, ৭ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, ৮ নম্বরে গুজরাত টাইটান্স, ৯ নম্বরে কেকেআর, ১০ নম্বরে রয়েছে রাজস্থন রয়্যালস।
টুর্নামেন্ট এখনও অনেকটাই বাকি। ফলে এখনও ওঠা পড়া বাকি। তাই লিগ টেবিলে বদল আসবে প্রায় প্রত্যেকদিন। এর মধ্যেই পাঁচ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।