Advertisement

IPL 2025 PBKS vs RR: যশস্বী-বৈভবের ঝোড়ো ইনিংসেও এল না জয়, রাজস্থানকে হারিয়ে RCB-কে ছুঁল পঞ্জাব

প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে আগেই। সম্মানরক্ষার লড়াইয়ে নেমেও হারতে হল রাজস্থানকে। শেষ ওভারে ধ্রুভ জুড়েল আউট হতেই সব আশা শেষ হয়। পঞ্জাব এই ম্যাচ জিতে শীর্ষে চলে গেল। 

পিবিকেএস খেলোয়াড়রা আইপিএল ২০২৫ চলাকালীন উদযাপন করছে।পিবিকেএস খেলোয়াড়রা আইপিএল ২০২৫ চলাকালীন উদযাপন করছে।
Aajtak Bangla
  • জয়পুর,
  • 18 May 2025,
  • अपडेटेड 7:30 PM IST

প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে আগেই। সম্মানরক্ষার লড়াইয়ে নেমেও হারতে হল রাজস্থানকে। শেষ ওভারে ধ্রুভ জুড়েল আউট হতেই সব আশা শেষ হয়। পঞ্জাব এই ম্যাচ জিতে শীর্ষে চলে গেল। 
 
রাজস্থান রয়্যালসের সামনে ২২০ রানের লক্ষ্য দেয় পঞ্জাব কিংস। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল রাজস্থান। বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল মিলে ৪.৫ ওভারে ৭৬ রানের জুটি গড়েন। বৈভব মাত্র ১৫ বলে ৪০ রান করেন, যার মধ্যে ৪টি চার এবং সমান ছক্কা ছিল। তার মানে বৈভব দৌড় দিয়ে একটা রানও করেনি। ইমপ্যাক্ট সাব' হিসেবে আসা স্পিনার হরপ্রীত ব্রারের বলে বৈভবকে আউট করেন।

বৈভব সূর্যবংশী আউট হওয়ার পরেও, যশস্বী জয়সও য়ালের বিস্ফোরক ব্যাটিং অব্যাহত ছিল এবং তিনি চলতি মরসুমে তার ষষ্ঠ ফিফটি করেছিলেন। যশস্বীকে আউট করেন হরপ্রীত ব্রার। যশস্বী ২৫ বলে ৫০ রান করেন, যার মধ্যে ৯ টিচার এবং একটি ছক্কা ছিল। অধিনায়ক সজ্জ স্যামসন ফর্মে ছিলেন কিন্তু আজমতুল্লাহ উমরজাইয়ের বলে বড় শট খেলতে গিয়ে মার্কো জ্যানসেনের হাতে ধরা পড়েন। এরপর রিয়ান পরাগকেও বোল্ড করেন হারপ্রীত ব্রার।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস পাঁচ উইকেটে ২১৯ রান করে। পঞ্জাবের শুরুটা খারাপ ছিল, পাওয়ার প্লেতেই তারা তিন উইকেট হারিয়ে ফেলে। প্রথমে ছিলেন প্রিয়াংশ আর্য (৯ রান), তুষার দেশপাণ্ডের বলে আউট হন। এরপর অভিষেককারী মিচেল ওয়েনকে প্যাভিলিয়নে পাঠান কোয়েনা এ মফাকা। ওয়েন খাতা খুলতে পারেননি। ২১ রান করার পর প্রভসিমরন সিং ও তুষার দেশপাণ্ডের বলে শিকার হন। প্রভসিমরন সিং আউট হওয়ার সময় পঞ্জাবের স্কোর ছিল তিন উইকেট হারিয়ে ৩৪ রান।

আরও পড়ুন

সেখান থেকে, নেহাল ওয়াধেরা এবং শ্রেয়স আইয়ার চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করে পঞ্জাবের ব্যাটিং স্থিতিশীল করে তোলেন। শ্রেয়াসকে আউট করেন রিয়ান পরাগ। শ্রেয়স ২৫ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করেন। শ্রেয়াস আউট হওয়ার পর, নেহাল ওয়াধেরা শশাঙ্ক সিংয়ের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। এই সময় নেহাল মাত্র ২৫ বলে তার পঞ্চাশ রান পূর্ণ করেন। ৭০ রান করার পর আকাশ মাধওয়ালের বলে আউট হন নেহাল ওয়াধেরা। নেহাল ৩৭ বলের ইনিংসে ৫টি চার এবং সমান ছক্কা মারেন।

Advertisement

নেহাল ওয়াধেরা আউট হওয়ার পর, শশাঙ্ক সিং এবং আজমতুল্লাহ উমরজাই একসঙ্গে পঞ্জাবকে বড় স্কোরে নিয়ে যান। শশাঙ্ক ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৯ রান করেন। অন্যদিকে, উমরজাই ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ২১ রান অবদান রাখেন। নেহাল এবং উমরজাইয়ের মধ্যে ৬০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ওঠে। 

রাজস্থান রয়‍্যালস প্লেয়িং-১১: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক/অধিনায়ক), রিয়ান
পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, কুইনা এমফাকা, তুষার দেশপান্ডে, আকাশ মাধও য়াল,
ফাজালহাক।

পঞ্জাব কিংস প্লেয়িং-১১: প্রিয়ংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, নেহাল ও য়াধেরা, মিচেল ওয়েন, আজমতুল্লাহ উমরজাই, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, আরশদীপ সিং, যুজভেন্দ্র চাহাল।

Read more!
Advertisement
Advertisement