Advertisement

IPL 2025 MI vs RCB: ফের হারল মুম্বই, উত্তেজক ম্যাচে ১২ রানে জিতল RCB

আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে পরাজিত করেছে। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি মুম্বইয়ের সামনে ২২২ রানের পাহাড় তৈরি করেছিল। মুম্বই দল মাত্র ২০৯ রান করতে পারে।

আরসিবিআরসিবি
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 11:47 PM IST
  • মুম্বইয়ের জন্য এই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ
  • তবে প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং মুম্বইয়ের ব্যাটারদের

আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে পরাজিত করেছে। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি মুম্বইয়ের সামনে ২২২ রানের পাহাড় তৈরি করেছিল। মুম্বই দল মাত্র ২০৯ রান করতে পারে।

২২২ রানের লক্ষ্যের জবাবে মুম্বইয়ের শুরুটা ভালো হয়নি। রোহিত শর্মা অবশ্যই কিছু ভালো শট খেলেছেন কিন্তু ১৭ রান। করে দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেছেন। এরপর চতুর্থ ওভারে র‍্যাকলটনও আউট হন। তার ব্যাট থেকে মাত্র ১৭ রান আসে। এরপর সূর্যকুমার যাদব ইনিংস সামলানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও ১২তম ওভারে আউট হয়ে যান। সূর্যের ব্যাট থেকে ২৮ রান আসে। 

এর পর আসে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মার ঝড়। দুজনেই ঝড়ো ব্যাটিং করেছিলেন। হার্দিক ১৫ বলে ৪২ রান করলেও, তিলক ২৯ বলে ৫৬ রান করেন। একসময় মনে হচ্ছিল মুম্বই এই ম্যাচটি সহজেই জিতবে। কিন্তু ভুবি ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। শেষ পর্যন্ত মুম্বই দল মাত্র ২০৯ রান করতে পারে।

আরও পড়ুন

  • নির্ধারিত ২০ ওভারে ২২১ রান তুলল বেঙ্গালুরু। মুম্বইকে জিততে হলে ২২২ রান করতে হবে।  
  • ২০০ রান পেরোল বেঙ্গালুরু। বড় রানের পথে বিরাট কোহলির দল। ১৮ ওভার তিন বলে ২১১ রান বেঙ্গালুরুর। 
  • ১৮ ওভারে ১৯৮ রান বেঙ্গালুরুর। এই ওভারে জসপ্রীত বুমরা দিলেন মাত্র ৬ রান। 
  • মাত্র ২৭ বলে ৬০ রানে খেলছেন ক্যাপ্টেন রজত পাতিদার। বড় রানের দিকে এগোচ্ছে বেঙ্গালুরু। 
  • বিরাটের আউট হওয়ার পর ঝোড়ো ব্যাটিং করছেন রজত পাতিদার। মাত্র ২৪ বলে ৪৪ রান করে খেলছেন তিনি। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান বেঙ্গালুরুর। 
  • মুম্বইয়ের তুলনায় পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে রয়েছে বেঙ্গালুরু। এর আগে তিন ম্যাচ খেলে ২ টোতে জয় পেয়েছে তারা। 
  • মুম্বইয়ের জন্য এই ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। এত বড় ফ্রাঞ্চাইজি হলেও তারা এখনও টুর্নামেন্টে দাগ কাটতে পারেনি। চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে মুম্বই। 

     

  • বড় রানের পথে বেঙ্গালুরু। ১৫ ওভার শেষে তাদের রান ১৫১। ভালো ব্যাট করছেন অধিনায়ক রজত পাতিদার। 
  • ব্যাট হাতে ৩৭ রান করেন দেবদত্ত। তবে বিরাট কোহলির আগেই উইকেট পড়ে তাঁর। 
    • মাত্র ৪২ বলে ৬৭ রান করে আউট বিরাট কোহলি। বিরাটের উইকেট নেন হার্দিক।  

    এই ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ফিরেছেন রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা। ১০ ওভার শেষে আরবিসির স্কোর ১০২-২। এই ম্যাচের লাইভ আপডেট এবং স্কোরকার্ডের জন্য নিয়মিত এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...

    প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিল সল্টকে নিজের শিকার বানিয়ে নেন ট্রেন্ট বোল্ট। কিন্তু এর পরে বিরাট কোহলি দারুণ ইনিংস খেলেন। দেবদত্ত পাদ্দিকালও ফর্মে ছিলেন। তবে, ৩৭ রান করে ৯ম ওভারে পাডিক্কাল আউট হন।

    মুম্বইয়ের প্রথম একাদশ

    রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চহর, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট এবং ভিগ্নেশ পুতুর।

    বেঙ্গালুরুর প্রথম একাদশ

    বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল এবং জশ হেজলউড।
     

    Advertisement
    Read more!
    Advertisement
    Advertisement