Advertisement

Vijay Mallya RCB: 'Ee Sala Cup...' চ্যাম্পিয়ন RCB নিয়ে বিজয় মালিয়ার পোস্ট VIRAL

২০০৮ সালে আইপিএল-এর যাত্রা শুরুতে বিজয় মালিয়া বেঙ্গালুরু ভিত্তিক এই দলটি গঠন করেন। সেই সময় দলে টেনে নিয়েছিলেন এক নবীন ক্রিকেটার বিরাট কোহলিকে।

Royal Challengers Bangalore players celebrate after winning IPL 2025 final against Punjab KingsRoyal Challengers Bangalore players celebrate after winning IPL 2025 final against Punjab Kings
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 04 Jun 2025,
  • अपडेटेड 9:32 AM IST
  • আবেগে ভাসলেন ব্যাঙ্ক দুর্নীতিতে অভিযুক্ত পলাতক বিজয় মালিয়াও
  • ২০০৮ সালে আইপিএল-এর যাত্রা শুরু
  • ভক্তদের বারবার হতাশ হতে হয়েছে

Vijay Mallya RCB post viral: আইপিএল ২০২৫-এর ইতিহাসে এক অবিস্মরণীয় রাত। প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ট্রফি জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফাইনালে তারা ৬ রানে হারিয়েছে পঞ্জাব কিংসকে (PBKS)। এই জয়ের নায়ক শুধু ব্যাট-বল হাতে মাঠে থাকা ক্রিকেটাররাই নন, আবেগে ভাসলেন ব্যাঙ্ক দুর্নীতিতে অভিযুক্ত পলাতক বিজয় মালিয়াও, যিনি এই দলের প্রথম মালিক ছিলেন।

ক্রিকেটে ট্রফি জয় মানে শুধু এক ম্যাচের ফলাফল নয়। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে দল গঠনের কৌশল, একাধিক ব্যর্থতার পরও এগিয়ে যাওয়ার মানসিকতা এবং ফ্যানদের অবিচল সমর্থন। আরসিবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

২০০৮ সালে আইপিএল-এর যাত্রা শুরু

২০০৮ সালে আইপিএল-এর যাত্রা শুরুতে বিজয় মালিয়া বেঙ্গালুরু ভিত্তিক এই দলটি গঠন করেন। সেই সময় দলে টেনে নিয়েছিলেন এক নবীন ক্রিকেটার বিরাট কোহলিকে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে জুড়েছেন আরও বড় বড় নাম—ক্রিস গেইল, যিনি পরিচিত ‘ইউনিভার্স বস’ নামে এবং এবি ডিভিলিয়ার্স, ‘Mr. 360’। এই তিনজন আরসিবির হয়ে গড়ে তুলেছিলেন এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু ট্রফি তখনও অধরা।

বিজয় মালিয়ার পোস্ট

ভক্তদের বারবার হতাশ হতে হয়েছে

২০০৯, ২০১১ এবং ২০১৬—এই তিন বছরে ফাইনাল খেলেও শিরোপা ছুঁতে পারেনি আরসিবি। ভক্তদের বারবার হতাশ হতে হয়েছে। আর দল গঠনের পরেও মালিয়ার আমলে ট্রফির মুখ না দেখাটা ছিল এক বিষাদময় অধ্যায়। এর মধ্যেই কোটি কোটি টাকা ব্যাঙ্ক দুর্নীতিতে অভিযুক্ত বিজয় মালিয়া বিদেশে পালিয়ে যান। বিচ্ছিন্ন হন ক্রিকেট থেকে।

কিন্তু ২০২৫ সালে ইতিহাস বদলাল। ক্রুণাল পানিড্য়ার দুর্দান্ত বোলিং (৪ ওভারে ১৭ রানে ২ উইকেট) এবং গোটা দলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে সেই কাঙ্ক্ষিত ট্রফি এল বেঙ্গালুরুতে। আর এই জয়েই যেন আটকে থাকা আবেগ উছলে উঠল মালিয়ার মধ্যে থেকেও।

ম্যাচ শেষে টুইটারে ভিজয় মালিয়া লিখেছেন, 'যখন আমি আরসিবি তৈরি করেছিলাম, তখনই স্বপ্ন ছিল ট্রফিটা একদিন বেঙ্গালুরুতে আসবে। বিরাট কোহলিকে দলে নেওয়া এক বিশাল সুযোগ ছিল। ১৮ বছর ধরে দলের প্রতি ওর নিষ্ঠা অভাবনীয়। আমি গর্বিত যে গেইল আর ডিভিলিয়ার্সের মতো কিংবদন্তিদের আরসিবির অংশ করতে পেরেছিলাম। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। ধন্যবাদ সবাইকে, যারা এই দলকে ভালবেসেছেন। Ee Sala Cup Bengaluru Baruthe!'

Advertisement

এই একটি পোস্টে ধরা পড়ে গেছে ১৮ বছরের জমানো আবেগ। মালিয়া হয়তো মাঠে নেই, মালিকানাও নেই, কিন্তু তাঁর শুরু করা স্বপ্ন শেষমেশ সফল হয়েছে। আরসিবি ভক্তদের কাছে এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং বহু বছরের স্বপ্নপূরণ, দীর্ঘ লড়াইয়ের প্রাপ্তি।

পশ্চিমবঙ্গেও আরসিবির প্রচুর ফ্যান রয়েছে, যারা বিশেষত বিরাট কোহলির জন্য দলটিকে ভালোবাসেন। তাঁদের কাছেও এই জয় ভীষণ আবেগঘন। বহু সমালোচনার পর, “Ee Sala Cup Namde” যে অবশেষে সত্যি হল, সেটা ভোলার নয়।

Read more!
Advertisement
Advertisement