Advertisement

IPL 2025 RR vs CSK : কাজে এল না ধোনি ম্যাজিক, পরাগের বুদ্ধিতেই প্রথম জয় রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)-এর একাদশ ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়‍্যালস (RR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। ম্যাচের আয়োজক গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম।

রাজস্থান রয়্যালসরাজস্থান রয়্যালস
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 11:31 PM IST

হারের হ্যাটট্রিকের সামনে এসে পড়েছিল রাজস্থান। শেষ ওভারে জোফ্রা আর্চারকে না দিয়ে কি ভুল করলেন তরুণ ক্যাপ্টেন রিয়ান পরাগ? হাতে তো মাত্র ২০ রান। সেই সময়ই ম্যাজিক। ধোনি বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন হেটমায়ারকে। উইকেট সন্দীপের। আবার হারতে হল চেন্নাইকে। ৬ রানে।   

১৮৩ রানের টার্গেট

১৮২ রানে থামল রাজস্থান। চেন্নাইয়ের জয়ের জন্য চাই ১৮৩ রান। 

আরও পড়ুন

একের পর এক আউট

রানা আউট হওয়ার পর রাজস্থানের রানের গতিতে লাগাম। একের পর এক উইকেট খোয়াল গোলাপি ব্রিগেড। পাথিরানার ইয়র্কারে ছিটকে গেল রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের উইকেট।

   

সিএসকে-র দুর্দান্ত ফিল্ডিং

 

প্রাক্তন নাইট রানার ঝড়

দারুণ ইনিংস নীতীশ রানার। মাত্র ৩৬ বলে করলেন ৮১ রান। 

১০০ রান পেরোল রাজস্থান

১০০ রান পার করল রাজস্থান রয়্যালস। 

 

আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)-এর ১১ নম্বর ম্যাচে রাজস্থান রয়‍্যালস (RR) চেন্নাই সুপার কিংস (CSK) এর মুখোমুখি হবে। দুই দলের মধ্যে এই ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে, রাজস্থান রয়‍্যালসের নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ, আর চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ঋতুরাজ গায়কওয়াড়ের কাঁধে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), দীপক হুদা, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাখিরানা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফরা আর্চার, মাহিশ তিক্ষা, তুষার দেশপাণ্ডে।

Read more!
Advertisement
Advertisement