Advertisement

IPL 2025 Schedule: ঘরের মাঠে খেলতে পারবেন না রাহুলরা, IPL-এর সূচিতে একটি বড় আপডেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) এর সূচিতে (IPL Schedule 2025) বড় বদল এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এক সপ্তাহের মধ্যে আইপিএল ২০২৫ এর সময়সূচী প্রকাশ করতে পারে। কিন্তু এরই মধ্যেই জানা গিয়েছে, এবারে দিল্লিতে কোনও ম্যাচ হবে না। 

আইপিএল ২০২৪-এ SRH-এর বিরুদ্ধে খেলার পর পৃথ্বী শআইপিএল ২০২৪-এ SRH-এর বিরুদ্ধে খেলার পর পৃথ্বী শ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2025,
  • अपडेटेड 1:40 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) এর সূচিতে (IPL Schedule 2025) বড় বদল এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এক সপ্তাহের মধ্যে আইপিএল ২০২৫ এর সময়সূচী প্রকাশ করতে পারে। কিন্তু এরই মধ্যেই জানা গিয়েছে, এবারে দিল্লিতে কোনও ম্যাচ হবে না। 

স্পোর্টস তাকের খবর অনুযায়ী, এবার দু'টি দল তাদের ঘরের মাঠে ম্যাচ খেলতে পারবে না। এই দলগুলো হলো দিল্লি ক্যাপিটালস (DC) এবং রাজস্থান রয়‍্যালস (RR)। তবে, রাজস্থান বাইরে মাত্র দু'টি ম্যাচ খেলবে। অন্যদিকে দিল্লি তাদের হোম গ্রাউন্ড দিল্লিতে একটিও ম্যাচ খেলতে পারবে না। আইপিএল কবে শুরু হবে সে সম্পর্কে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সম্প্রতি রাজীব শুক্লা ইন্ডিয়া টুডেকে বলেন, যে আইপিএল ২০২৫ মরসুম ২১ মার্চ শুরু হবে। ফাইনাল ম্যাচটি ২৫শে মে অনুষ্ঠিত হবে।

কলকাতা-হায়দরাবাদের মধ্যে প্রথম ম্যাচ
উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এর মধ্যে সংঘর্ষ হতে পারে। ২০২৪ সালের ফাইনালে, কেকেআর হায়দরাবাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এমন পরিস্থিতিতে, এবার উদ্বোধনী ম্যাচটি দুই দলের মধ্যেই হবে।

গত মরসুমের মতো এবারও আইপিএলে মাত্র ১০টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলি হল দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস (CSK), গুজরাত টাইটানস (GT), লখনউ সুপার জায়ান্টস (LSG), মুম্বই ইন্ডিয়ান্স (MI), পঞ্জাব কিংস (PBKS), রাজস্থান রয়‍্যালস (RR) এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ছাড়াও। 

দিল্লি একটিও হোম ম্যাচ খেলতে পারবে না
প্রতিবেদন অনুসারে, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এই মরসুমে তাদের ঘরের মাঠে (দিল্লি) একটিও ম্যাচ খেলতে পারবে না। এবার, তাদের সমস্ত ম্যাচ ভাইজাগে (বিশাখাপত্তনম) খেলতে হতে পারে। দিল্লির পাশাপাশি এই ধাক্কা রাজস্থান রয়‍্যালসের উপরও পড়বে। তবে, এই দলটিকে নিরপেক্ষ ভেন্যুতে মাত্র ২ টি ম্যাচ খেলতে হবে। তবে ঠিক কী কারণে মাঠ বদলের সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। 

Read more!
Advertisement
Advertisement