KKR Full Schedule Of IPL 2025: ১০-টিমের এই গ্লোবাল টি২০ ক্রিকেট লিগ ২২ মার্চ শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে খেলবে। কেকেআর এই টুর্নামেন্টের অন্যতম সফল দলের মধ্যে একটা। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের সঙ্গে সফল দলের তালিকায় কেকেআরের নাম রয়েছে।
২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআর গত বছরের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল শিরোপা জিতেছিল। তারা এর আগে ২০১২ এবং ২০২৪ সংস্করণে খেতাব জিতেছে।
২০০৮ সালে কলকাতা এবং বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল। সেই দুই দলই এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলবে। ইডেনে খেলবেন কোহলি। সেই ম্যাচ নিয়ে আগ্রহ থাকবেই। এই দুই দল একে অপরের বিরুদ্ধে শেষ ম্যাচও খেলবে। ১৭ মে শেষ ম্যাচ কোহলিদের। বেঙ্গালুরুতে নাইটদের বিরুদ্ধে খেলে লিগ পর্ব শেষ হবে তাঁদের। কলকাতারও সেটাই লিগ পর্বে শেষ ম্যাচ।
এ বারের আইপিএলে একটি গ্রুপে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পঞ্জাব। অন্য গ্রুপে রয়েছে মুম্বই, লখনউ, দিল্লি, গুজরাত এবং হায়দরাবাদ। সব দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দু’টি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে তারা।
IPL ২০২৫-এ KKR-এর সম্পূর্ণ সময়সূচী
২২ মার্চ (শনিবার) - কলকাতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
২৬ মার্চ (বুধবার) - রাজস্থান রয়্যালস (RR) গুয়াহাটিতে
৩১ মার্চ (সোমবার) - মুম্বাইতে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
০৩ এপ্রিল (বৃহস্পতিবার) - কলকাতায় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
৬ এপ্রিল (রবিবার) - কলকাতায় লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)
১১ এপ্রিল (শুক্রবার) - চেন্নাইতে চেন্নাই সুপার কিংস (CSK)
১৫ এপ্রিল (মঙ্গলবার) - নিউ চণ্ডীগড়ে বনাম পাঞ্জাব কিংস (PBKS)
২১ এপ্রিল (সোমবার) - কলকাতায় গুজরাট টাইটানস (জিটি)
২৬ এপ্রিল (শনিবার) - কলকাতায় বনাম পাঞ্জাব কিংস (পিবিকেএস)
২৯ এপ্রিল (মঙ্গলবার) - বনাম দিল্লি ক্যাপিটালস (ডিসি) দিল্লিতে
০৬ মে (রবিবার) - কলকাতায় বনাম রাজস্থান রয়্যালস (RR)
০৭মে (বুধবার) - কলকাতায় চেন্নাই সুপার কিংস (CSK)
১০ মে (শনিবার) - বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) হায়দ্রাবাদ
০৬ এপ্রিল (রবিবার) - কলকাতায় লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)
১১ এপ্রিল (শুক্রবার) - চেন্নাইতে চেন্নাই সুপার কিংস (CSK) বনাম
১৫ এপ্রিল (মঙ্গলবার) - নিউ চণ্ডীগড়ে বনাম পাঞ্জাব কিংস (PBKS)
২১ এপ্রিল (সোমবার) - কলকাতায় গুজরাট টাইটানস (জিটি) বনাম
২৬ এপ্রিল (শনিবার) - কলকাতায় বনাম পাঞ্জাব কিংস (পিবিকেএস)
২৯ এপ্রিল (মঙ্গলবার) - বনাম দিল্লি ক্যাপিটালস (ডিসি) দিল্লিতে
০৬ মে (রবিবার) - কলকাতায় বনাম রাজস্থান রয়্যালস (RR)
০৭ মে (বুধবার) - কলকাতায় চেন্নাই সুপার কিংস (CSK) বনাম
১০ মে (শনিবার) - বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) হায়দ্রাবাদে