Advertisement

IPL 2025: শাহরুখের ছোঁয়া পেতে ইডেনের ফেন্স টপকানোর চেষ্টা যুবকের, Video Viral

ইডেন গার্ডেন্সে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে খেলা চলাকালীনই মাঠের মধ্যে বিরাট কোহলির পায়ে পড়ে গিয়ে বিখ্যাত হয়েছেন ঋতুপর্ণ। ঠিক একইরকম ঘটনা ঘটতে পারত আরও একবার। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়ে নিরাপত্তা টপকে চলে আসতে চেয়েছিল আরও এক যুবক। পুলিশের তৎপরতায় সেই প্ল্যান ভেস্তে যায়।

শাহরুখ খান ও তার ফ্যানশাহরুখ খান ও তার ফ্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 7:36 PM IST

ইডেন গার্ডেন্সে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে খেলা চলাকালীনই মাঠের মধ্যে বিরাট কোহলির পায়ে পড়ে গিয়ে বিখ্যাত হয়েছেন ঋতুপর্ণ। ঠিক একইরকম ঘটনা ঘটতে পারত আরও একবার। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়ে নিরাপত্তা টপকে চলে আসতে চেয়েছিল আরও এক যুবক। পুলিশের তৎপরতায় সেই প্ল্যান ভেস্তে যায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে আরও একজন ক্রিকেট ভক্তকে ইডেনের ফেন্সিং পেরোনোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। তাঁর লক্ষ্য ছিল শাহরুখ খান। বলিউডের বাদশার কাছে পৌঁছনোর চেষ্টা করেন সেই ভক্ত। কিন্তু সফল হননি। তিনি ফেন্স বেয়ে ওঠার সময়ই পুলিশের নজরে পড়ে যান। তাঁকে টেনে নামানো হয়। নিরাপত্তারক্ষীদের হাতে মারধরও খান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই দুটোই ইডেনের ঘটনা। 

তবে আইপিএল শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই তিনবার ফ্যানদের মাঠে প্রবেশ করার ঘটনা ঘটল। বুধবার কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন গুয়াহাটিতে এক তরুণ মাঠে প্রবেশ করেন। তখন বল করছিলেন রিয়ান পরাগ। রাজস্থানের অস্থায়ী অধিনায়ককে প্রণাম করেন। এর আগেও বেশ কয়েকবার দেশে এবং বিদেশের মাঠে দর্শক প্রবেশ করার ঘটনা ঘটেছে। তবে আইপিএলের প্রথম সপ্তাহের মধ্যে তিন তিনবার এমন ঘটনা এর আগে ঘটেনি।

কেকেআর-আরসিবির উদ্বোধনী ম্যাচে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বিরাট কোহলির কাছে পৌঁছে যান এক কিশোর। পা ছুঁয়ে প্রণাম করেন। কোহলি তাঁকে জড়িয়েও ধরেন। নাম জিজ্ঞেস করেন। তারপর বলেন, দ্রুত পালিয়ে যেতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই কীর্তি করে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া ঋতুপর্ণ পাখিরা। 

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। তারা রাজস্থানকে গারিয়েছে আট উইকেটে। ব্যাট করতে নেমে দ্রুত রান করলেও, একের পর এক উইকেট হারানোয় ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে আটকে যায় রাজস্থান রয়‍্যালস। ধ্রুব জুড়েল ছাড়া কেউই রান পাননি। তিনি ৩৩ রান করে আউট হন। ২৯ রান করেন যশস্বী জয়সওয়াল। দুটি করে উইকেট নেন বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও মইন।

Advertisement


ব্যাট করতে নেমে কুইন্টন ডি'কক একাই শেষ করে দেন রাজস্থানকে। ৬১ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। মইন ও ক্যাপ্টেন রাহানে ব্যর্থ হলেও জিততে সমস্যা হয়নি কেকেআর-এর। ইম্প্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশি শেষ অবধি অপরাজিত ছিলেন ১৭ বলে ২২ রান করে। আট উইকেটে জয় পায় কলকাতা।

Read more!
Advertisement
Advertisement