Advertisement

IPL 2025 SRH vs RR: বিস্ফোরক ঈশান, ৪৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস হায়দরাবাদ উইকেটকিপারের

দুরন্ত ছন্দে ইশান কিষান। ৪৫ বলে সেঞ্চুরি ইশান কিষানের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। দলের ৪৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় এসআরএইচ। মাত্র ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন ৬৭ রানে। হায়দরাবাদের ইনিংস শেষ হয় 

ইশান কিশানইশান কিশান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 12:27 AM IST

দুরন্ত ছন্দে ইশান কিষান। ৪৫ বলে সেঞ্চুরি ইশান কিষানের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। দলের ৪৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় এসআরএইচ। মাত্র ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন ৬৭ রানে। হায়দরাবাদের ইনিংস শেষ হয় ২৮৬।   

১৪ বলে ৩৪ রান করে আউট হেনরিখ ক্লাসেন। যেই এসেছেন তিনিই পিটিয়েছেন জোফ্রা আর্চারদের। রাজস্থানের কোনও বোলারই এই দাপ্টের সামনে টিক্তে পারেননি। দুরন্ত ছন্দে ইশান কিষান। ৪৫ বলে সেঞ্চুরি ইশান কিষানের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। দলের ৪৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় এসআরএইচ। মাত্র ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন ৬৭ রানে। হায়দরাবাদের ইনিংস শেষ হয় 

১৪ বলে ৩৪ রান করে আউট হেনরিখ ক্লাসেন। ইশান আউট হওয়ার পর, হেডের সাথে ইশান কিষাণ দায়িত্ব নেন এবং দুজনে ৩৮ বলে ৮৫ রানের জুটি গড়েন। এই সময়ে হেড মাত্র ২১ বলে তার পঞ্চাশ রান পূর্ণ করেন। হেডকে আউট করে তুষার দেশপাণ্ডে এই জুটি ভেঙে দেন।
৩১ বলে ৬৭ রান করে আউট হন হেড। হেড তার ইনিংসে ৯টি চার এবং তিনটি ছক্কা মারেন।

আরও পড়ুন

হেড আউট হওয়ার পর, নীতীশ কুমার রেড্ডি ইশান কিষাণের সঙ্গে দায়িত্ব নেন। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে ৭২ রানের জুটি গড়ে ওঠে। ৩০ রান করার পর মহেশ তিক্ষণার বলে আউট হন নীতিশ। নীতীশ আউট হওয়ার পরও, রাজস্থানের সমস্যা কমেনি কারণ হেনরিক ক্লাসেন ক্রিজে এসেছিলেন। একসঙ্গে, ক্লাসেন এবং ইশান রানের বৃষ্টি বর্ষণ করলেন। ১৪ বলে ৩৪ রান করে আউট হন ক্লাসেন।   

এই ম্যাচের জন্য, রাজস্থান রয়‍্যালস তাদের প্লেয়িং-১১-এ বিদেশী খেলোয়াড় হিসেবে শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ তিক্ষনা এবং ফজলহক ফারুকিকে সুযোগ দিয়েছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্লেয়িং-১১-এ তিনজন বিদেশী খেলোয়াড়কে জায়গা দিয়েছে। এর মধ্যে রয়েছে ট্র্যান্ডিস হেড, হেনরিখ ক্লাসেন এবং প্যাট কামিন্সের নাম।

Advertisement

রাজস্থান রয়‍্যালসের একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতিশরানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, জোফরা আর্চার, মাহিশ তিক্ষা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, ফজল হক ফারুকি।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্র্যান্ডিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ, নীতিশ কুমার রেডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমারজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি।

    

Read more!
Advertisement
Advertisement