Advertisement

IPL 2025 Ticket: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই IPL, দাম কত-কীভাবে কাটবেন ম্যাচ টিকিট?

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ। ফাইনাল হবে ২৬ মে। পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষিত হয়ে গিয়েছে গত রবিবার। এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা। তবে কীভাবে কাটবেন আইপিএল-এর টিকিট? 

আইপিএল ট্রফিআইপিএল ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2025,
  • अपडेटेड 8:24 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ। ফাইনাল হবে ২৬ মে। পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষিত হয়ে গিয়েছে গত রবিবার। এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা। তবে কীভাবে কাটবেন আইপিএল-এর টিকিট? 

অনলাইনে BookMyShow, Paytm -এর পাশাপাশি আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট iplt20.com থেকেও টিকিট কেনা যাবা। আইপিএল দলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কেনা যাবে। প্রথমে ওয়েবসাইটটি-তে ঢুকে ম্যাচ এবং ভেন্যু নির্বাচন করতে হবে। তারপর আসন নির্বাচন করতে হবে। এরপরেই পেমেন্ট। লেনদেন হয়ে গেলে, ওয়েবসাইটের তরফে ইমেল বা এসএমএসের মাধ্যমে টিকিট বুকিং নিশ্চিত করা হয়। প্রচণ্ড চাহিদার কারণে, আইপিএলের টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়, বিশেষ করে হাই-প্রোফাইল ম্যাচে। ফলে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই তা কেটে নেওয়া বাঞ্ছনীয়।  

যারা সরাসরি হাতে গরম টিকিট পেতে চান, তাঁরা স্টেডিয়ামে গিয়ে বক্স অফিসের টিকিট কাটতে পারেন। পাশাপাশি অনুমোদিত খুচরো বিক্রেতাদের কাছ থেকে আইপিএল টিকিট পাওয়া যায়। বৈধ পরিচয়পত্র (যেমন আধার, প্যান বা পাসপোর্ট) দেখাতে হয়, এরপর আসন নির্বাচন করতে হয়।  নগদ, কার্ড বা ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে অর্থ  দিলেই হাতে টিকিট পাওয়া যায়।  

সাধারণ টিকিট সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলেও, প্রিমিয়াম, ভিআইপি ও কর্পোরেট বক্সের টিকিট বেশি দাম অনেকগুণই বেশি। যদিও সেখানে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। এবারের আনুমানিক টিকিটের মূল্য হতে পারে। জেনারেল সিটের টিকিটের দাম ৪০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত হতে পারে। মিড-রেঞ্জ টিকিটের দাম ৯০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রিমিয়াম টিকিটের দাম ৪,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত যেতে পারে! ভিআইপি টিকিটের দাম ১৯,০০০ টাকা বা তারও বেশি হতে পারে।  

শহর ভেদে বদলে যাবে টিকিটের দাম। সব শহরে টিকিটের দাম কখনই এক হয় না। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিকিটের দাম ৮০০ থেকে ৩৫,০০০ টাকা হতে পারে। কলকাতার ইডেন গার্ডেন্সে টিকিটের দাম ৪০০ থেকে ১৪,০০০ টাকা হতে পারে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে টিকিটের দাম ১,৫০০ থেকে  ৫,০০০ টাকা হতে পারে। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টিকিটের দাম  ১,৫০০ থেকে  ১৮,০০০ টাকা হতে পারে। অন্যান্য স্টেডিয়াম যেমন- পিসিএ মোহালি, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামের ক্ষেত্রে টিকিটের দাম ৫০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনার আসন পছন্দের উপর তা নির্ভর করবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement