Advertisement

IPL 2025 Virat Kohli: ড্রেসিংরুম থেকে বিরাটের স্পেশাল ব্যাট চুরি, ধরা পড়ে যা বললেন তারকা...

ওপেন করতে নেমে ১০০তম হাফ সেঞ্চুরি। আর তারপরেই চুরি হয়ে গেল ব্যাট। এমনই ঘটনা ঘটেছে আরসিবি ড্রেসিংরুমে। খোঁজ চলল চারিদিকে। অবাক সকলেই। এত নিরাপত্তার মধ্যে কিং কোহলির ব্যাটটা গেল কোথায়? ব্যাট নিয়ে বাইরে বেরিয়ে যাওয়া সহজ নয়। তা হলে কি ড্রেসিংরুমেই লুকিয়ে 'চোর'?

টিম ডেভিড, বিরাট কোহলিটিম ডেভিড, বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2025,
  • अपडेटेड 3:56 PM IST

ওপেন করতে নেমে ১০০তম হাফ সেঞ্চুরি। আর তারপরেই চুরি হয়ে গেল ব্যাট। এমনই ঘটনা ঘটেছে আরসিবি ড্রেসিংরুমে। খোঁজ চলল চারিদিকে। অবাক সকলেই। এত নিরাপত্তার মধ্যে কিং কোহলির ব্যাটটা গেল কোথায়? ব্যাট নিয়ে বাইরে বেরিয়ে যাওয়া সহজ নয়। তা হলে কি ড্রেসিংরুমেই লুকিয়ে 'চোর'?

কী হয়েছে?
রাজস্থানের বিরুদ্ধে ৪৫ বলে ৬২ রান করেন বিরাট। যা বেঙ্গালুরু তারকার একশোতম হাফসেঞ্চুরি। আর কোনও ভারতীয়র এই কৃতিত্ব নেই। কিন্তু ড্রেসিংরুমে ফিরে এসে কী দেখলেন? তার ব্যাগ থেকে একটা ব্যাট খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে খুঁজেই চললেন। অবশেষে ব্যাটটি পাওয়া গেল টিম ডেভিডের ব্যাগ থেকে। আসলে দলের বাকি সতীর্থরা জানতেন এই ‘চুরি’র ঘটনা। সবাই মিলে কোহলির সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করছিলেন।

টিম ডেভিড বলেন...
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরে আরসিবি অলরাউন্ডার টিম ডেভিড বলেন, 'আমি দেখছিলাম, কতক্ষণে কোহলি বুঝতে পারেন, ওর একটা ব্যাট হারিয়ে গিয়েছে।' আর কোহলি বলেন, 'আমি গতকালই নিজের ব্যাট গুনেছি। দেখলাম সাতটা ব্যাট আছে। আর আজ ছটা হয়ে গিয়েছে।' পরে অবশ্য ধরা পড়ে ডেভিড বলেন, 'আমি তো ধার হিসেবে নিয়েছিলাম।' বিরাটও বুঝতে পারেন, এই ঘটনায় সবাই জড়িত। তিনিও বলেন, 'সবাই এটা জানত, তাই না?' এই গোটা ঘটনা ভিডিও আরসিবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করে। 

তবে বিরাটের ব্যাগ থেকে এর আগেও 'চুরি' গিয়েছে অন্য জিনিস। এর আগে ‘চুরি’ যায় কোহলির পারফিউমের বোতল। কেকেআরের বিরুদ্ধে জেতার পর স্বস্তিক চিকারা কোহলির ব্যাগ থেকে পারফিউমের বোতল তুলে নেন। যার উত্তরে স্বস্তিক জানান, এটা কোহলির ভালোর জন্যই করেছেন। এ ব্যাপারে তাঁর যুক্তি ছিল, 'বিরাট তো আমাদের বড় দাদা। তাই ও যাতে খারাপ পারফিউম ব্যবহার না করে, সেটা আমি দেখছিলাম। আমি পারফিউম ব্যবহার করার পর কোহলি জিজ্ঞেসও করে, কেমন এটা? আমি বললাম ভালোই।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement