Advertisement

Abhishek Nayar KKR New Coach: জল্পনার অবসান, KKR-এর নতুন প্রধান কোচ হলেন অভিষেক নায়ার

Abhishek Nayar KKR New Coach: নায়ার দীর্ঘদিন ধরে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। কখনও সহকারী কোচ, কখনও ট্যালেন্ট স্কাউট হিসেবে দলের ব্যাকরুম স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তরুণ প্রতিভা যেমন ঋষভ সিং ও হর্ষিত রানাকে খুঁজে বের করার পেছনে তাঁর অবদান উল্লেখযোগ্য।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 5:02 PM IST

Abhishek Nayar KKR New Coach: কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন প্রধান কোচ হলেন অভিষেক নায়ার। আইপিএল ২০২৬ মরশুমের আগে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিল ফ্র্যাঞ্চাইজি। তিনি চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গা নিচ্ছেন, যিনি আইপিএল ২০২৫ মরশুমের পর দল ছাড়েন।

নায়ার দীর্ঘদিন ধরে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। কখনও সহকারী কোচ, কখনও ট্যালেন্ট স্কাউট হিসেবে দলের ব্যাকরুম স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তরুণ প্রতিভা যেমন ঋষভ সিং ও হর্ষিত রানাকে খুঁজে বের করার পেছনে তাঁর অবদান উল্লেখযোগ্য।

সাবেক ক্রিকেটার হিসেবে নায়ার নিজেও দারুণ জনপ্রিয় ছিলেন। ক্রিকেটারদের মানসিক ও টেকনিক্যাল খামতি কাটিয়ে ফের ফর্মে ফিরিয়ে আনার জন্য তিনি বরাবরই প্রশংসিত হয়েছেন। তাঁর কোচিংয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনই দলের ভেতরেও গড়ে ওঠে এক অন্যরকম ইতিবাচক পরিবেশ।

আরও পড়ুন

কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানালেন, অভিষেক নায়ারের খেলোয়াড়দের সঙ্গে যোগসূত্র ও খেলার গভীর বোঝাপড়াই দলের সাফল্যের অন্যতম মূল কারণ। তাঁর কথায়, “২০১৮ সাল থেকে নাইট রাইডার্স পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক। মাঠের ভেতর ও বাইরে, দুই জায়গাতেই তিনি আমাদের ক্রিকেটারদের গড়ে তুলেছেন। খেলার প্রতি তাঁর অনন্য দৃষ্টিভঙ্গি এবং খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই দলের উন্নতির ভিত্তি। আমরা অত্যন্ত খুশি যে, এখন তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং নাইট রাইডার্সকে নতুন অধ্যায়ে নেতৃত্ব দেবেন।”

আইপিএল ২০২৬ মরশুমের রিটেনশন ও নিলামের ঠিক আগে এই নিয়োগ ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি। গত মরশুমে কেকেআর লিগ টেবিলের অষ্টম স্থানে শেষ করেছিল। ১২টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছিল নাইটরা। এবার অভিষেক নায়ারের কোচিংয়ে সেই ব্যর্থতা পেরিয়ে দলকে ঘুরে দাঁড়াতে দেখার আশায় সমর্থকেরা।


 

Read more!
Advertisement
Advertisement