
পেশাদার ক্রিকেটে তাঁকে দেখা যায়নি। দেখা যেত শুধু ইনস্টাগ্রামে। আর বোলিং-এর রিল বানাতে বানাতেই এবার আইপিএল-এ ডাক পেয়ে গেলেন ২০ বছরের ইজাজ সাওয়ারিয়া। কর্নাটকে বড় হলেও, অনূর্ধ্ব-১৫ দলে পরপর তিনবার চেষ্টা করেও সুযোগ হয়নি। তবে রিলসই কিছুটা হলেও পরিচিতি দিল তাঁকে। মিনি নিলামে তাঁকে কোনও দল না নিলেও, এখনও শিকে ছিঁড়তে পারে তাঁর।
এরপরেই তিনি বেছে নেন নতুন এক উপায়। যা শেষ পর্যন্ত তাঁকে এনে দিল বড় স্বীকৃতি। ইজাজের একটি ইনস্টাগ্রাম রিল নজরে পড়ে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের। উৎসাহ দেন এই ইংলিশ স্পিনার। আরও নিয়মিতভাবে নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করতে শুরু করেন ইজাজ। ধীরে ধীরে তাঁর প্রতিভা নজরে আসে প্রাক্তন পঞ্জাব কিংস বোলিং কোচ সুনীল যোশি এবং চেন্নাই সুপার কিংসের স্কাউটদের। চেন্নাই সুপার কিংস (CSK) ও পাঞ্জাব কিংস (PBKS) দুই ফ্র্যাঞ্চাইজিই তাঁকে ট্রায়ালের জন্য ডাকে। বিশেষ করে পঞ্জাব কিংসের স্কাউটদের তিনি মুগ্ধ করেন। যার ফলস্বরূপ আইপিএল নিলামে তাঁর নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।
ইএসপিএন ক্রিকইনফোকে ইজাজ বলেন, ‘আমি ভাবলাম রিল পোস্ট করতে থাকি। সত্যি বলতে, শুরুতে ভাবিনি বিষয়টা এত দূর যাবে। কোনও ফলাফলের কথা না ভেবে শুধু পোস্ট করে গিয়েছি। প্রতিদিন অনুশীলনের পর কিছুটা সময় থাকত। তখন একটা রিল বানিয়ে পোস্ট করতাম। প্রায় প্রতিদিনই একটা করে রিল পোস্ট করাই আমার রুটিন হয়ে গিয়েছিল।’
ইজাজ আরও জানান, ‘আদিল রশিদ যখন আমার রিলে কমেন্ট করতে শুরু করলেন, তখনই মনে হল আমি কিছু না কিছু করতে পারি। উনি একাধিক ভিডিওতে কমেন্ট করেছেন। চেন্নাই সুপার কিংসও আমার সঙ্গে যোগাযোগ করে। পরে সুনীল যোশি স্যার আমার রিল দেখে নম্বর চান। তারপর পাঞ্জাব কিংস আমাকে লখনউয়ে ট্রায়ালের জন্য ডাকে। ওরা আমার বোলিং দেখে এবং পছন্দ হলে সব নথি যাচাইয়ের পর আইপিএল নিলামের জন্য আমার নাম পাঠায়।’