
কলকাতা নাইট রাইডার্স দল গুছিয়ে নিল। একাধিক বদল এসেছে এবারের দলে। ফলে মিনি নিলাম থেকে নিজেদের দলের ফাঁক ফোকর মেরামত করা দরকার ছিল তাদের। আর সেই কাজটা করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের দরকার ছিল, তা ভেঙ্কি মাইসোরদের হাতে ছিল। সেটাই কাজে লাগালেন তাঁরা। ৬৪.৩ কোটি টাকা হাতে নিয়ে এলের পর এক তারকাকে তুলল তারা।
রাসেলের জায়গায় গ্রিনকে দলে নিল কেকেআর
কেকেআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, টিমের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পরিবর্ত নেওয়া। বিগত এগারো বছর ধরে নাইট জার্সিতে খেলেছিলেন রাসেল। কিন্তু এবার তাঁকে ‘রিটেইন’ করেনি কেকেআর। মনে করা হচ্ছিল, রাসেলের পরিবর্ত হিসেবে নিলাম থেকে অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পেতে ঝাঁপাতে পারে কেকেআর। আর সেটাই হল। চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই হলেও গ্রিনকে তুলে নিল কেকেআর। লম্বা লড়াইয়ে শেষ হাসি হাসল কলকাতা। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর।
১৮ কোটি টাকায় মাথিশা পাতিরানা কলকাতায়
শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাতিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে ছিনিয়ে নিলেন বেঙ্কি মাইসোর, অভিষেক নায়ারেরা। পাথিরানা আইপিএলের সবচেয়ে দামি শ্রীলঙ্কান ক্রিকেটার। পাতিরানাকে নিয়ে লড়াই শুরু হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। দু’পক্ষই শ্রীলঙ্কার ক্রিকেটারকে পেতে মরিয়া ছিলেন। পাতিরানার দাম ১৬ কোটি টাকা ওঠার পর রণে ভঙ্গ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরা। তার পর কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কাকে চ্যালেঞ্জ জানিয়ে বসে শাহরুখ খানের কেকেআর। শেষ পর্যন্ত কলকাতার ১৮ কোটি টাকা দামের সামনে হাল ছাড়তে বাধ্য হন লখনউ কর্ণধার। কলকাতার দুই খ্যাতনামী বাসিন্দা সৌরভ-গোয়েন্কাকে হারিয়ে পাতিরানাকে ছিনিয়ে নেন কেকেআর কর্তৃপক্ষ।
মুস্তাফিজকে দলে নিল KKR
আইপিএল-এর নিলামে মুস্তাফিজুরকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়। ২ কোটি টাকা বেস প্রাইস থেকে তাঁকে কেনার চেষ্টা শুরু করেন চেন্নাই ও দিল্লি। পরে নিলামে ঢোকে কেকেআর। তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনে নিল নাইট রাইডার্স। এছাড়াও ১.৫ কোটিতে টিম সেইফার্টকে কিনেছে কেকেআর।
আর কে কে এলেন কলকাতায়?
২ কোটি টাকা বেস প্রাইসে কিউয়ি উইকেট কিপার ব্যাটার ফিন অ্য়ালেনকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কার্তিক ত্যাগীকে বেস প্রাইস ৩০ লক্ষ টাকা মূল্যেই দলে নিল কেকেআর। আগেও কেকেআরেই ছিলেন তরুণ পেসার। তরুণ উইকেট কিপার ব্য়াটার তেজস্বী সিংহ ও বোলার প্রশান্ত সোলাঙ্কিকে দলে নিল কেকেআর। রচিন রবীন্দ্র এখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন (২ কোটি)। আকাশ দীপও কেকেআরে (১ কোটি) এলেন।