
IPL trades 2026: আইপিএল ২০২৬-এর মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে ১৫ নভেম্বরের মধ্যে জমা দিতে হয়েছে নিজেদের রিটেনশন তালিকা। রিটেনশনের শেষ তারিখের আগেই একের পর এক বড় ট্রেড বাজারে চাঞ্চল্য ফেলেছে।
সবচেয়ে আলোচিত চুক্তি সঞ্জু স্যামসনকে ঘিরে। রাজস্থান রয়্যালস থেকে তিনি ১৮ কোটি টাকায় চলে গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। সঞ্জুর বিনিময়ে সিএসকে-র দুই তারকা, রবীন্দ্র জাদেজা (১৪ কোটি) এবং স্যাম করান (২.৪ কোটি) যোগ দিয়েছেন রাজস্থানে।
এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টস শারদুল ঠাকুরকে ২ কোটি টাকায় ট্রেড করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। গুজরাত টাইটান্স থেকে শেরফেন রাদারফোর্ড ২.৬ কোটি টাকায় গিয়েছেন মুম্বইয়ে। মুম্বই আবার অরুণ তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকায় পাঠিয়ে দিয়েছে লখনউ-তে।
আরও উল্লেখযোগ্য ট্রেডের মধ্যে রয়েছে মহম্মদ শামির স্থানান্তর। সানরাইজার্স হায়দরাবাদ থেকে তিনি ১০ কোটি টাকায় গিয়েছেন লখনউ-তে। কলকাতা নাইট রাইডার্সের ময়ঙ্ক মারকাণ্ডে ৩০ লক্ষ টাকায় গিয়েছেন মুম্বইয়ে। রাজস্থান থেকে নীতীশ রाणा গিয়েছেন দিল্লি ক্যাপিটালসে ৪.২ কোটি টাকায়। বিপরীতে দিল্লি থেকে ডোনোভন ফেরেইরা ১ কোটি টাকায় যোগ দিয়েছেন রাজস্থানে।
রিটেনশন ও ট্রেড মিলিয়ে প্রতিটি দলের হাতেই এখন আলাদা অঙ্কের পার্স রয়ে গিয়েছে, যা নিয়ে তারা নামবে মিনি নিলামে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস রিটেন করেছে কেএল রাহুল এবং টি নটরাজনকে। অন্যদিকে কলকাতার তরফে ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, আনরিখ নর্টজের মতো উচ্চমূল্যের ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা বারবার উঠে আসছে।
এ বছর রিটেনশন ও ট্রেডের বাজারে একটি বড় আলোচনার বিষয় হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকের ওঠানামা। বিশেষ করে জাদেজার সিএসকে থেকে রাজস্থানে যাওয়ার সময় পারিশ্রমিক কমিয়ে নেওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সব মিলিয়ে, নিলামের আগে দলগুলির কৌশল ও বাজেটই নির্ধারণ করবে ২০২৬-এর মরসুমে কার দল কতটা শক্তিশালী হয়ে মাঠে নামবে।