Advertisement

IPL 2026: CSK ছাড়ার জল্পনার মাঝেই উধাও জাদেজার ইনস্টাগ্রাম, হঠাৎ কী হল?

আইপিএল-এর মরসুম শুরু হতে বেশ কিছুদিন বাকি। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। ১৫ ডিসেম্বর মিনি নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ দলকে রিটেনশন প্লেয়ারদের তালিকা জমা দিতে হবে। এর মধ্যেই তীব্র গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

রবীন্দ্র জাদেজারবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 12:56 PM IST

আইপিএল-এর মরসুম শুরু হতে বেশ কিছুদিন বাকি। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। ১৫ ডিসেম্বর মিনি নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ দলকে রিটেনশন প্লেয়ারদের তালিকা জমা দিতে হবে। এর মধ্যেই তীব্র গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল ২০২৬ এর আগে অধিনায়ক সঞ্জু স্যামসনের বিনিময়ে জাদেজা এবং স্যাম কারানকে রাজস্থান রয়্যালস (RR) এর কাছে বিক্রি করতে পারে।

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের (RR) মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত। এদিকে, সোমবার হঠাৎ করেই রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি উধাও হয়ে যায়, যা সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু করে। জাদেজার অফিসিয়াল ইউজারনেম, 'royalnavghan', আর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে না। রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটি দিয়ে তাঁর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। যদিও জাদেজা নিজেই তাঁর অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছেন নাকি অন্য কোনও টেকনিক্যাল কারণে এমন হয়েছে, তা স্পষ্ট নয়। ফলে তাঁর আইপিএল ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। মজার ব্যাপার হল, রবীন্দ্র জাদেজার প্রথম আইপিএল দল ছিল রাজস্থান রয়্যালস।

জাদেজার প্রথম আইপিএল দল কোনটি ছিল? 
রবীন্দ্র জাদেজা ২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। রাজস্থান প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে তারা আর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। চুক্তির নিয়ম লঙ্ঘনের জন্য ২০১০ সালে জাদেজাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২০১২ সালে জাদেজা চেন্নাই সুপার কিংসে যোগ দেন। 

রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন হওয়া পাঁচটি আইপিএল-এর মধ্যে তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২২ সালে তাঁকে দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছিল, কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে, তিনি মরসুমের মাঝামাঝি সময়ে এই দায়িত্ব ছেড়ে দেন। বাঁ-হাতি এই অলরাউন্ডারকে আইপিএল ২০২৫-এর জন্য সিএসকে ১৮ কোটি টাকার বিনিময়ে ধরে রেখেছিল। 

Advertisement

৩৬ বছর বয়সী রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত ২৫৪টি আইপিএল ম্যাচ খেলেছেন, ৩,২৬০ রান করেছেন এবং ১৭০ উইকেট নিয়েছেন। তিনি সিএসকে-র দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (১৫২)। সিএসকে-র হয়ে সর্বাধিক ১৫৪ উইকেট শিকারের রেকর্ড ডোয়াইন ব্রাভোর দখলে। ২০২৩ সালের আইপিএল ফাইনালে, জাদেজা শেষ ওভারে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে তার দলকে জয়ের দিকে নিয়ে যান।

Read more!
Advertisement
Advertisement