Advertisement

IPL KKR: কোচের পর এবার ক্যাপ্টেন রাহানেও ছাঁটাই? এই তারকাকে চাইছে KKR

আগে চাকরি গিয়েছিল কোচ চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakanta Pandit)। এবার আশঙ্কা অজিঙ্কা রাহানেকে নিয়েও। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) গত মরসুমে একেবারেই ভাল খেলতে পারেনি। আর সেই কারণেই এবার বড় রদবদল আসতে চলেছে কেকেআর দলে। শোনা যাচ্ছে, কেএল রাহুলকে দলে আনতে পারে শাহরুখ খানের টিম। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 7:00 PM IST

আগে চাকরি গিয়েছিল কোচ চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakanta Pandit)। এবার আশঙ্কা অজিঙ্কা রাহানেকে নিয়েও। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) গত মরসুমে একেবারেই ভাল খেলতে পারেনি। আর সেই কারণেই এবার বড় রদবদল আসতে চলেছে কেকেআর দলে। শোনা যাচ্ছে, কেএল রাহুলকে দলে আনতে পারে শাহরুখ খানের টিম। 

কত টাকার প্রস্তাব পেলেন রাহুল?
গতবারের আইপিএলে মেগা নিলামে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন রাহুল। ওপেনিং ছাড়াও মিডল অর্ডার হিসেবেও সফল হন তিনি। তারপর ইংল্যান্ড সফরে গিয়ে টেস্টেও দুরন্ত ফর্মে রয়েছেন। দু'টি সেঞ্চুরি-সহ পাঁচশোর বেশি রান করেছেন। তারপরেই কেকেআর শিবিরে আগ্রহ বেড়ে যায়। সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ার এক সাংবাদিক সূত্রে জানা গিয়েছে, রাহুলকে দলে নেওয়ার জন্য দিল্লির কাছে আগ্রহ প্রকাশ করেছ কেকেআর।

রাহুল এলে সুবিধা হবে কেকেআর-এর?
এই মুহূর্তে কেকেআর-এর যা অবস্থা তাতে রাহুল এলে কিছুটা হলেও সমস্যা কমতে পারে কেকেআর-এর। কারণ, কুইন্টন ডি'কক বা রহমানুল্লাহ গুরবাজকে দলে নিলেও তাঁরা উইকেটকিপার-ব্যাটার হিসাবে একেবারেই দাগ কাটতে পারেননি। তবে রাহুল সেই ভূমিকায় সফল হতে পারেন। পাশাপাশি তিনি দারুণ ছন্দে রয়েছেন যে কোনও ফরম্যাটে। সেই সঙ্গে আরও একজন বিদেশিকে খেলানোর রাস্তাও খোলা থাকবে। নাইটদের নেতৃত্বও দিতে পারবেন রাহুল, দীর্ঘদিন আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন তিনি।

সত্যিই কি রাহুল আসছেন কেকেআর-এ?
কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রাহুলের সম্পর্ক খুবই ভাল। রাহুল নিজেই জানিয়েছিলেন, তাঁর ব্যাটিংয়ে উন্নতির নেপথ্যে নায়ারের ভূমিকা আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও কেকেআরে রাহুলের যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ তাঁর বদলি হিসাবে কেকেআরের কোন ক্রিকেটারকে দিল্লিতে পাঠানো হবে, সেই ব্যাপারে কোনও কিছুই ঠিক করা হয়নি। তবে নিলামে রাহুলের দাম দিয়ে তাঁকে কিনে নিতে পারে কেকেআর, এমন সম্ভাবনাও রয়েছে। শেষপর্যন্ত রাহুল আদৌ কেকেআরে আসবেন কিনা, উত্তর দেবে সময়।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement