Advertisement

IPL New Rule : IPL-এর বাকি ম্যাচগুলোর জন্য নিয়মে বদল, দলে নেওয়া যাবে টেম্পোরারি খেলোয়াড়

আগামী শনিবার থেকে ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এখনও গ্রুপ পর্যায়ের ১৩ টি ও প্লে অফের ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোর জন্য বদলে গেল নিয়ম।

IPL IPL
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 May 2025,
  • अपडेटेड 8:11 PM IST
  • আগামী শনিবার থেকে ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
  • এখনও গ্রুপ পর্যায়ের ১৩ টি ও প্লে অফের ম্যাচ রয়েছে

আগামী শনিবার থেকে ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এখনও গ্রুপ পর্যায়ের ১৩ টি ও প্লে অফের ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোর জন্য বদলে গেল নিয়ম। বাকি ম্যাচগুলোতে টেম্পোরারি খেলোয়াড়কে নিতে পারবে দলগুলো। তবে অস্থায়ীভাবে। অর্থাৎ পরবর্তী নিলামের আগে সেই খেলোয়াড়দের আর ধরে রাখা যাবে না। 

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল। নতুন সূচির কারণে বেশ কিছু খেলোয়াড় সমস্যায় পড়েছেন। সূত্রের দাবি, বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ভারতে ফিরে এসেছেন। টুর্নামেন্টে অংশও নেবেন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন আর যোগ দেবেন না। 

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কোনও খেলোয়াড় অসুস্থ হলে বা আঘাত পেলে অন্য কাউকে তাঁর জায়গায় নেওয়া যেত। তাও মরশুমের দ্বাদশ ম্যাচ পর্যন্ত। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়মে পরিবর্তন করা হয়েছে। আইপিএলে এই নিয়ম চালু করা হয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম প্রক্রিয়া এড়াতে ইচ্ছাকৃতভাবে অস্থায়ী খেলোয়াড়দের চুক্তির আওতায় না আনে। 

একটি অফিশিয়াল নোটে আইপিএল কর্তৃপক্ষের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলোকে  জানানো হয়েছে, তারা বদলি সংক্রান্ত নিয়মগুলো পর্যালোচনা করেছে। যদি কোনও বিদেশি খেলোয়াড় জাতীয় দায়িত্ব, ব্যক্তিগত কারণ, আঘাত বা অসুস্থতার কারণে উপলব্ধ না থাকে তাহলে দলগুলি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য টেম্পোরারি খেলোয়াড়কে নিতে পারবে। কিন্তু সেই অস্থায়ী খেলোয়াড়কে দলে ধরে রাখা যাবে না। 

এদিকে পরিবর্তিত সূচিতে কেকেআর আবার মাঠে নামবে ১৭ মে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। লিগ পর্বে কেকেআরের শেষ ম্যাচ ২৫ মে। সেই ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচটি হবে দিল্লিতে। তবে কেকেআর-কে প্লে অফে উঠতে গেলে ওই দুটো ম্যাচই জিততে হবে। তারপরও তাকিয়ে থাকতে হবে বাকি টিমের পয়েন্ট টেবিল ও রান রেটের দিকে। 

Read more!
Advertisement
Advertisement