আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। কলকাতায় মুখোমুখি হবে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আর সেই কারণেই বন্ধ থাকবে কলকাতা শহরের বেশকিছু রাস্তা। ফলে বেরনোর আগে জেনে নিতে হবে কোন কোন রাস্তায় আজ গাড়ি চলাচল বন্ধ।
কোন কোন রাস্তা বন্ধ
ইডেনে আইপিএল ম্যাচের দিনগুলিতে প্রয়োজনীয় ট্র্যাফিক বিধিনিষেধ আরোপ করল কলকাতা পুলিস। ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে ম্যাচ আছে। ম্যাচের দিনগুলি ইডেন গার্ডেন এবং ময়দান এলাকার সমস্ত রাস্তায় বিকেল ৪ টে থেকে রাত ১ টা পর্যন্ত জন্য ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ।
শুধুমাত্র হাওড়া থেকে সেন্ট জর্জ গেট হয়ে বড়বাজার এবং পোস্তা যাওয়ায় গাড়িগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। ম্যাচের দিন বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্ট্রান্ড রোড এবং সেন্ট জর্জ রোড এলাকায় পণ্যবাহী গাড়ি পার্কিং লোডিং এবং আন লোডিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অকল্যান্ড রোড, ক্ষুদিরাম বসু সরণী, নর্থ ব্রুক অ্যাভেনিউ এবং গোষ্ঠ পাল সরণিতে ম্যাচের দিন বেলা ১২ টা থেকে রাত ১ টা পর্যন্ত সমস্ত রকম চার চাকা এবং দুই চাকা গাড়ির যাতায়াত নিষিদ্ধ।
শুধুমাত্র ম্যাচের টিকিটের সঙ্গে দেওয়া বিভিন্ন রঙের পার্কিং স্টিকার যুক্ত গাড়ি এই এলাকায় প্রবেশ এবং বিধিনিষেধ বা গাইডলাইন অনুয়ায়ী যাতায়াত ও প্রবেশ করতে পারবে। শহরের ৮ টি রাস্তা ম্যাচের দিন সারাদিন নো পার্কিং জোন ঘোষিত হয়েছে। এগুলি হল ১) গোষ্ঠ পাল সরণী ২) ক্ষুদিরাম বসু রোড ৩) গভর্মেন্ট প্লেস ইস্ট ৪) রাণী রাসমণি অ্যাভিনিউ ৫) ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট ৬) ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ৭) গুরু নানক সরণী (মেয়ো রোড) ৮) ডাফরিন রোড। ম্যাচের দিন বাবুঘাট এলাকায় বেলা ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত বাস যাতায়াত করতে পারবে না। বাস গুলি বিবাদী বাগ, রানী রাসমণি অ্যাভেনিউ, ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট, জহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে ঘুরপথে যাতায়াত করবে।