Advertisement

IPL 2025-এর টিকিট বিক্রি শুরু, কত দাম-কীভাবে কাটবেন? বিস্তারিত

এবারের আইপিএল-এর প্রথম ম্যাচেই নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই নাইটদের সামনে বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ মার্চ থেকে শুরু হতে চলা এবারের আইপিএল-এর টিকিত বিক্রি শুরু হয়ে গেল শুক্রবার থেকে। অনলাইনে টিকিট কাটতে পারবেন, সমর্থকরা।

কেকেআর বনাম আরসিবি ম্যাচ ২০২৫কেকেআর বনাম আরসিবি ম্যাচ ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 12:52 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শেষ হওয়ার পরেই শুরু হবে আইপিএল (IPL 2025)। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচেই নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই নাইটদের সামনে বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ মার্চ থেকে শুরু হতে চলা এবারের আইপিএল-এর টিকিত বিক্রি শুরু হয়ে গেল শুক্রবার থেকে। অনলাইনে টিকিট কাটতে পারবেন, সমর্থকরা।

কত টাকা দাম হবে আইপিএল-এর টিকিটের?
অনলাইনে টিকিট পাওয়া যাবে 'বুক মাই শো' অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ৯০০ টাকা। যা গতবারের আইপিএলের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। এছাড়া কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বাড়ছে। যে খবর বুধবার সবার আগে জানিয়েছিল এবিপি লাইভ বাংলাই। সেই খবরেই সিলমোহর পড়তে চলেছে শুক্রবার।

গত আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার উদ্বোধন ও ফাইনাল হচ্ছে ইডেনেই। সঙ্গে থাকছে একটি কোয়ালিফায়ার। সব মিলিয়ে বাড়তি দু'টি ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সে। অর্থাৎ, এবার ইডেনে আইপিএলের মোট ৯টি ম্যাচ হবে। তবে এবার, টিকিটের দামে বদল আনতে চলেছে কেকেআর। কারণ, এবার ডায়নামিক প্রাইসিং নিয়ে আলোচনা চলছে। 

অন্তত তিনটে ম্যাচের ক্ষেত্রে টিকিটের দাম বাড়তে চলেছে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো বড় দলের বিরুদ্ধে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিটের দাম বেশি রাখা হতে পারে। এর আগে ইডেনে যা কখনও হয়নি। ২২ মার্চ আরসিবি, ৭ মে চেন্নাই ম্যাচের টিকিটের দাম বদলে যেতে পারে। তবে সেক্ষেত্রে শাহরুখ খানের দলকে অনুমোদন নিতে হত বিসিসিআই-এর কাছ থেকে। সূত্রের খবর বোর্ডের পক্ষ থেকে সেই অনুমোদন এসে গিয়েছে।   

গতবারের আইপিএল-এর চ্যাম্পিয়ন দল কেকেআর। ফলে কলকাতায় ঘরের মাঠে তাদের নিয়ে উন্মাদনা যে এবারে বাড়বে তা বলাই যায়। অনেকদিন আগে থেকেই আইপিএল-এর টিকিট কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছেন ফ্যানরা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement