Advertisement

IPL: KKR ছাড়ছেন ভেঙ্কটেশ? জল্পনার মধ্যেই মুখ খুললেন ২৪ কোটি টাকার তারকা

নিলামে প্রায় ২৪ কোটি টাকা দাম উঠেছিল তাঁর। গতবারের আইপিএল-এ (IPL) সবচেয়ে দামি ক্রিকেটারই এবার দল ছাড়তে চলেছেন? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছাড়তে চলেছে ভেঙ্কটেশ আইয়ারকে। কারণ বিরাট অঙ্কের টাকা দিয়ে তারকা ক্রিকেটারকে ধরে রাখলেও, গত মরসুম একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৫ ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার অনুশীলনে অংশগ্রহণ করছেনসানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৫ ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার অনুশীলনে অংশগ্রহণ করছেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 11:40 AM IST

নিলামে প্রায় ২৪ কোটি টাকা দাম উঠেছিল তাঁর। গতবারের আইপিএল-এ (IPL) সবচেয়ে দামি ক্রিকেটারই এবার দল ছাড়তে চলেছেন? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছাড়তে চলেছে ভেঙ্কটেশ আইয়ারকে। কারণ বিরাট অঙ্কের টাকা দিয়ে তারকা ক্রিকেটারকে ধরে রাখলেও, গত মরসুম একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর।

কোন দলে যেতে পারেন ভেঙ্কটেশ?
শোনা যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদে চলে যেতে পারেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, 'আমি এ বিষয়ে কিছুই জানি না। কোনও ইঙ্গিতই নেই। কেকেআর ম্যানেজমেন্ট থেকে আমাকে কিছুই জানানো হয়নি।' পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, এ সমস্ত কথা যারা বলছেন তাদের তিনি চেনেন না। ফলে এ ব্যাপারে মন্তব্য করার কোনও কারণ দেখছেন না। 

গত মরসুমে একেবারে ছন্দে ছিলেন না ভেঙ্কটেশ
একটাই মাত্র হাফ সেঞ্চুরি। ১১ ম্যাচ খেলে মাত্র ১৪২ রান। গড় ২০.২৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা খারাপ ফর্ম ছিল তাঁর। এর জেরে বেশ ক্ষুব্ধ কলকাতার সমর্থকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর মিম শেয়ার করে হতাশার কথা জানিয়েছেন তাঁরা। ফলে কেকেআর ছেড়ে ভেঙ্কটেশের চলে যাওয়ার গুঞ্জন যে সত্যি হতেই পারে তা আর বোলার অপেক্ষা রাখে না। 

ভেঙ্কটেশ আরও বলেন, 'যে সমস্ত লোক এসব কথা বলেছে, তারা আমার কনট্যাক্ট লিস্টেও নেই। তাই তারা কী ভাবছে তা নিয়ে আমি মাথাব্যথা করব কেন? আমার জীবন, আমার খেলা, আমার কেরিয়ার। আর আমার ওপর এত টাকা খরচ করছে যে দল, সেটা আমার দল। তাই এসব নিয়ে আমি চিন্তিত নই। যারা শুধু আইপিএলে খেলতে চায়, তাদের কাছে ২০ লক্ষ টাকাও হয়তো বিরাট অঙ্ক। আমি সেটাই শিখেছি। শুধু আমি নয়, আমার মতো সব ক্রিকেটারই সেটা শিখেছে। তবে আমার জীবনে যাদের সরাসরি প্রভাব রয়েছে, একমাত্র তাদের কাছেই আমি জবাবদিহি করতে বাধ্য।'   

Advertisement
Read more!
Advertisement
Advertisement